Ajker Patrika

ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩২

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১: ৩৩
ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩২

ভিয়েতনামে একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে হো চি মিন সিটির কাছে কারাওকে কমপ্লেক্সের আন ফু বারে এই অগ্নিকাণ্ড হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক মুখপত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী।

মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের ওপরের তলায় আগুন লাগার পর কক্ষে থাকা বেশ কয়েকজন গ্রাহক ও কর্মচারী আটকা পড়েন। বেশ কয়েকজন দ্বিতীয়-তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে নিজেদের রক্ষা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি তাঁরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে তাৎক্ষণিকভাবে বিন ডুয়ং প্রদেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা মাই হাংডাং বলেন, অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন।

উল্লেখ্য, ভিয়েতনামে কারাওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। গত মাসেই এক বারে অগ্নিকাণ্ডে দমকলবাহিনীর তিন কর্মী নিহত হন। এর আগে ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত