সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই দলবল নিয়ে ভারত সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড জেমস অস্টিন। ভারতীয় সমপর্যায়ের মন্ত্রীদের সঙ্গে ১০ নভেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় এই দুই কর্তাব্যক্তি। এর মধ্যে ব্লিঙ্কেন বৈঠক করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অস্টিন বসবেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে।
হঠাৎ করে মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী কী জন্য ভারত সফর করবেন, তাঁদের আলোচনার বিষয়বস্তু কী হবে—এ সম্পর্কে খোঁজখবর নিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এ ক্ষেত্রে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে দুই দেশের মধ্যকার সম্ভাব্য ইস্যুগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তারা।
আজ শুক্রবার ভারতীয় দ্য প্রিন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর আসন্ন সফর নিয়ে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিং করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী সচিব ডোনাল্ড লু। সফরের বিষয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘এটি মন্ত্রীদের এশিয়া সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকগুলো আলোচনার বিষয়বস্তুর মধ্যে একটি হলো—ভারত-প্রশান্ত মহাসাগরকে মুক্ত, উন্মুক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত রাখতে ভারতের সঙ্গে আমাদের সহযোগিতা। নেতারা ইসরায়েল ও হামাসের সংঘাত এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়েও আলোচনা করবেন।’
লু জানান, ভারত সরকার হামাসের সন্ত্রাসী আক্রমণের সরাসরি নিন্দা জানানো ছাড়াও গাজায় টেকসই মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়েছে।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমরা এই সংঘাতের বিস্তার রোধ, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষা এবং দুই রাষ্ট্র সমাধানের অগ্রগতির লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করব।’
এ ছাড়া গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়ন নিয়ে দুই রাষ্ট্রের সামর্থ্য ও প্রচেষ্টাগুলো নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন লু। পাশাপাশি ক্লিন এনার্জি, সন্ত্রাস দমন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং প্রযুক্তিপণ্য উৎপাদনের মতো বিষয়গুলো আলোচনায় থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হবে চীন প্রসঙ্গও।
সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই দলবল নিয়ে ভারত সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড জেমস অস্টিন। ভারতীয় সমপর্যায়ের মন্ত্রীদের সঙ্গে ১০ নভেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় এই দুই কর্তাব্যক্তি। এর মধ্যে ব্লিঙ্কেন বৈঠক করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অস্টিন বসবেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে।
হঠাৎ করে মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী কী জন্য ভারত সফর করবেন, তাঁদের আলোচনার বিষয়বস্তু কী হবে—এ সম্পর্কে খোঁজখবর নিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এ ক্ষেত্রে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে দুই দেশের মধ্যকার সম্ভাব্য ইস্যুগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তারা।
আজ শুক্রবার ভারতীয় দ্য প্রিন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর আসন্ন সফর নিয়ে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিং করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী সচিব ডোনাল্ড লু। সফরের বিষয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘এটি মন্ত্রীদের এশিয়া সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকগুলো আলোচনার বিষয়বস্তুর মধ্যে একটি হলো—ভারত-প্রশান্ত মহাসাগরকে মুক্ত, উন্মুক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত রাখতে ভারতের সঙ্গে আমাদের সহযোগিতা। নেতারা ইসরায়েল ও হামাসের সংঘাত এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়েও আলোচনা করবেন।’
লু জানান, ভারত সরকার হামাসের সন্ত্রাসী আক্রমণের সরাসরি নিন্দা জানানো ছাড়াও গাজায় টেকসই মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়েছে।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমরা এই সংঘাতের বিস্তার রোধ, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষা এবং দুই রাষ্ট্র সমাধানের অগ্রগতির লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করব।’
এ ছাড়া গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়ন নিয়ে দুই রাষ্ট্রের সামর্থ্য ও প্রচেষ্টাগুলো নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন লু। পাশাপাশি ক্লিন এনার্জি, সন্ত্রাস দমন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং প্রযুক্তিপণ্য উৎপাদনের মতো বিষয়গুলো আলোচনায় থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হবে চীন প্রসঙ্গও।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৫ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৬ ঘণ্টা আগে