তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। মার্কিন ও অন্যান্য বিদেশি সেনা প্রত্যাহারের ফলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে শুক্রবার কাবুলে দাওয়া খান মেনাপাল নামে সরকারের এক সিনিয়র মিডিয়া অফিসারকে হত্যা করেছে। দক্ষিণ নিমরোজ প্রদেশের একজন পুলিশ মুখপাত্র বলেছেন, পশ্চিমা সমর্থিত সরকারের শক্তিবৃদ্ধির অভাবে রাজধানী জারঞ্জ কট্টর ইসলামপন্থীদের হাতে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি সম্প্রতি আরও ভয়াবহ ও মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার (৬ আগস্ট) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ ধরনের একটি প্রতিবেদন দিয়েছেন সংস্থাটির আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি (ইউএনএএমএ) দেবোরা লিয়ন্স। এ পরিস্থিতিতে তালেবানকে চাপে রাখতে জাতিসংঘসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি। বৈঠকে অংশ গ্রহণকারী সদস্যরাও প্রায় একই রকম মত দিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে তালেবানের হাতে এক হাজারের বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে জানিয়ে লিয়ন্স লিখেন, আলোচনায় বিশ্বাসী কোনো দল এভাবে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করতে পারে না। তালেবান সেনারা যেভাবে হামলা শুরু করেছে তাতে দেশটির যুদ্ধ পরিস্থিতি একটি নতুন পর্যায়ে পৌঁছেছে জানিয়ে লিয়ন্স বলেন, এটি একটি নতুন ধরনের যুদ্ধ। যা সিরিয়ার গৃহযুদ্ধের কথা বা (গত শতকের ৯০ এর দশকের) বলকান যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।
অনেকটা একই ধরনের মত দিয়েছেন জাতিসংঘের রুশ দূত ভ্যাসিলি নেবেনজিয়া। আফগান পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদেশি সেনা প্রত্যাহার করায় দেশটির পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। এ অবস্থায় দেশটি পূর্ণ মাত্রায় দীর্ঘ স্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উডওয়ার্ড বলেন, বর্তমানে যেভাবে হামলা চালাচ্ছে তা অব্যাহত রাখলে এ পরিষদ তালেবানকে নিশ্চিতভাবে পরিত্যাগ করবে। তা ছাড়া যুদ্ধের মাধ্যমে ক্ষমতা নিলে তার দেশ তালেবানকে স্বীকৃতি দেবে না বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার নিরাপত্তা পরিষদের এ বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তালেবান। পর্যাপ্ত সৈন্যের অভাবে শহরটি তালেবানের দখলে গেছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা।
একই দিন রাজধানী কাবুলে বন্দুকধারীদের হাতে নিহত হন গণমাধ্যম ও তথ্যকেন্দ্রের প্রধান দাওয়া খান মেনা পাল। এ ঘটনার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, তালেবান যুদ্ধ অব্যাহত রাখলে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। তাদের শান্তি আলোচনা বা যুদ্ধের মধ্যে কোনো একটি বেছে নিতে হবে।
পরিষদের বৈঠকে চীনা দূত দায় বিং বলেন, আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করেই বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়া দরকার ছিল।
বিপর্যয়ের পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে আফগান দূত গোলাম ইসাকজাই বলেন, তালেবান ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের সম্পর্ক বর্তমানে যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। এ ছাড়া দেশটিতে আল কায়েদা, আইএস, ইস্ট তুর্কেস্থান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) তালেবানের সহযোগিতায় সক্রিয় বলেও জানান তিনি।
তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। মার্কিন ও অন্যান্য বিদেশি সেনা প্রত্যাহারের ফলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে শুক্রবার কাবুলে দাওয়া খান মেনাপাল নামে সরকারের এক সিনিয়র মিডিয়া অফিসারকে হত্যা করেছে। দক্ষিণ নিমরোজ প্রদেশের একজন পুলিশ মুখপাত্র বলেছেন, পশ্চিমা সমর্থিত সরকারের শক্তিবৃদ্ধির অভাবে রাজধানী জারঞ্জ কট্টর ইসলামপন্থীদের হাতে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি সম্প্রতি আরও ভয়াবহ ও মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার (৬ আগস্ট) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ ধরনের একটি প্রতিবেদন দিয়েছেন সংস্থাটির আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি (ইউএনএএমএ) দেবোরা লিয়ন্স। এ পরিস্থিতিতে তালেবানকে চাপে রাখতে জাতিসংঘসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি। বৈঠকে অংশ গ্রহণকারী সদস্যরাও প্রায় একই রকম মত দিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে তালেবানের হাতে এক হাজারের বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে জানিয়ে লিয়ন্স লিখেন, আলোচনায় বিশ্বাসী কোনো দল এভাবে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করতে পারে না। তালেবান সেনারা যেভাবে হামলা শুরু করেছে তাতে দেশটির যুদ্ধ পরিস্থিতি একটি নতুন পর্যায়ে পৌঁছেছে জানিয়ে লিয়ন্স বলেন, এটি একটি নতুন ধরনের যুদ্ধ। যা সিরিয়ার গৃহযুদ্ধের কথা বা (গত শতকের ৯০ এর দশকের) বলকান যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।
অনেকটা একই ধরনের মত দিয়েছেন জাতিসংঘের রুশ দূত ভ্যাসিলি নেবেনজিয়া। আফগান পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদেশি সেনা প্রত্যাহার করায় দেশটির পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। এ অবস্থায় দেশটি পূর্ণ মাত্রায় দীর্ঘ স্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উডওয়ার্ড বলেন, বর্তমানে যেভাবে হামলা চালাচ্ছে তা অব্যাহত রাখলে এ পরিষদ তালেবানকে নিশ্চিতভাবে পরিত্যাগ করবে। তা ছাড়া যুদ্ধের মাধ্যমে ক্ষমতা নিলে তার দেশ তালেবানকে স্বীকৃতি দেবে না বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার নিরাপত্তা পরিষদের এ বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তালেবান। পর্যাপ্ত সৈন্যের অভাবে শহরটি তালেবানের দখলে গেছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা।
একই দিন রাজধানী কাবুলে বন্দুকধারীদের হাতে নিহত হন গণমাধ্যম ও তথ্যকেন্দ্রের প্রধান দাওয়া খান মেনা পাল। এ ঘটনার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, তালেবান যুদ্ধ অব্যাহত রাখলে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। তাদের শান্তি আলোচনা বা যুদ্ধের মধ্যে কোনো একটি বেছে নিতে হবে।
পরিষদের বৈঠকে চীনা দূত দায় বিং বলেন, আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করেই বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়া দরকার ছিল।
বিপর্যয়ের পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে আফগান দূত গোলাম ইসাকজাই বলেন, তালেবান ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের সম্পর্ক বর্তমানে যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। এ ছাড়া দেশটিতে আল কায়েদা, আইএস, ইস্ট তুর্কেস্থান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) তালেবানের সহযোগিতায় সক্রিয় বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে