Ajker Patrika

গুগল ম্যাপ দেখে অস্ট্রেলিয়ার জঙ্গলে হারিয়ে গেলেন ২ জার্মান পর্যটক

গুগল ম্যাপ দেখে অস্ট্রেলিয়ার জঙ্গলে হারিয়ে গেলেন ২ জার্মান পর্যটক

গুগলের ম্যাপের নির্দেশনা মেনে অস্ট্রেলিয়ার জঙ্গলে ঢুকে পথ হারালেন দুই জার্মান পর্যটক। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শহর কেয়ার্নস থেকে উত্তরাঞ্চলের শহর বামাগায় যাচ্ছিলেন জার্মান পর্যটক ফিলিপ মায়ের ও মার্সেল শোয়েন। গুগলের দেখানো পথ অনুসরণ করতে গিয়ে কর্দমাক্ত রাস্তা মাড়িয়ে নিজেদের জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ এক পার্কে আবিষ্কার করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, নির্জন রাস্তায় ৩৭ মাইল যাওয়ার পর কাদায় আটকে যায় পর্যটক দুজনের গাড়ি। মোবাইল ফোনে কোনো ধরনের নেটওয়ার্ক না থাকায় এবং সীমিত সরবরাহের কারণে, তাঁরা গাড়ি ত্যাগ করতে বাধ্য হয় এবং নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য এক সপ্তাহেরও বেশি সময় ধরে জঙ্গলে ঘুরে বেড়াতে বাধ্য হয়। 

এই এক সপ্তাহে তাঁরা বজ্রপাত ও তীব্র তাপদাহের মতো চরম আবহাওয়ার সম্মুখীন হয়। এমনকি তাঁদের কুমিরভরা নদীর মুখেও তাঁদের পড়তে হয়েছে। 

গুগল ম্যাপ অনুসরণ করে ৬০ কিলোমিটার যাওয়ার পর গাড়ি আটকে যাওয়ায় সমস্যায় পড়েন মায়ের ও শোয়েন। বাধ্য হয়ে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার পর শিগগিরই তাঁরা বুঝতে পারেন যে তাঁরা গুরুতর এক পরিস্থিতিতে পড়েছেন।

মায়ের বলেন, ‘আমার মনে হয়েছিল আমি কোনো সিনেমায় আছি, যেন কোনো খারাপ সিনেমা। কিন্তু এর শেষটা সুন্দর। আমরা একটা আশ্রয় তৈরি করতে চেয়েছিলাম। তবে তা হয়নি। আমাদের তাই খোলা আকাশের নিচেই ঘুমাতে হয়েছিল। পুরো সময়টা জুড়েই বৃষ্টি হচ্ছিল।’

প্রায় এক সপ্তাহ ধরে জঙ্গলে ঘুরে বেড়ানোর পর অবশেষে তাঁরা কোয়েন শহরে এসে পৌঁছান। 

কুইন্সল্যান্ড পার্কস ও ওয়াইল্ডলাইফ রেঞ্জার রজার জেমস বলেন, ‘শুকনো খালের ওপর দিয়ে যাচ্ছে বুঝতে পারার পরই তাঁরা থেমে যায়। গাড়ি ছেড়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা অনেকক্ষণ গাড়িতেই ছিল।’

সর্বশেষ যে খালটি তাঁরা পাড়ি দিয়েছিলেন, সেখানে কুমির ছিল বলে উল্লেখ করেন মায়ের। 

গুগলের এক প্রতিনিধি বলেন, জার্মান পর্যটকেরা নিরাপদে আছেন জেনে কোম্পানি স্বস্তি পেয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। 

গুগল ম্যাপস ব্যবহারকারীদের ভুল পথে নিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। কয়েকমাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একদল পর্যটককে একটি অ্যাপ মহাসড়ক থেকে মরুভূমিতে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত