Ajker Patrika

রাজনৈতিক নেতৃবৃন্দকেই সংকট উত্তরণের উপায় খুঁজতে বললেন শ্রীলঙ্কার সেনাপ্রধান 

আপডেট : ১৩ জুলাই ২০২২, ২০: ১১
রাজনৈতিক নেতৃবৃন্দকেই সংকট উত্তরণের উপায় খুঁজতে বললেন শ্রীলঙ্কার সেনাপ্রধান 

শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর প্রধান দেশটিতে চলমান সংকট উত্তরণের উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির জনগণকে শান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এক ভিডিও বার্তায় জেনারেল শভেন্দ্র সিলভা দেশটির পার্লামেন্টের স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তিনি যেন রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকরে ব্যবস্থা করেন। নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণের আগপর্যন্ত কীভাবে কী করা হবে, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এবং আজ বুধবার সন্ধ্যার মধ্যেই আমাদের (সেনাবাহিনী) এবং জনগণকে এ বিষয়ে অবগত করা হয়। 

শভেন্দ্র সিলভা আরও জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী এবং পুলিশ সংবিধান মেনে চলবে। 

দেশটির সেনাপ্রধান সশস্ত্র বাহিনী ও পুলিশের সংবিধান মানার কথা বললেও এরই মধ্যে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর আস্থার ঘাটতি দেখা দিয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ এরই মধ্যে বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। 

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির সংবিধান অনুসারে রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করবেন। আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সেনাবাহিনীকে এই নির্দেশ দেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা ফেরাতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নেওয়া হোক।’ 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে দেশটির তিন বাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষাসচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন। এই কমিটির দায়িত্ব হলো আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত