এক বা দুই নয়, একেবারে আটজন স্ত্রী! আবার তাঁদের নিয়ে থাকেন একই বাড়িতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই একজন যুবককে খুঁজে পাওয়া গেছে থাইল্যান্ডে ৷ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আটটি বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরোট। কয়েক দিন ধরেই স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন তিনি। সোরোট পেশায় একজন ট্যাটুশিল্পী। তাঁর দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না বলেও জানিয়েছেন তিনি। আটজন স্ত্রীই তাঁকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেই দাবি সোরোটের।
প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরোট। পরে বিয়েও করেন তাঁদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন। তারপর বিয়েও করেন তাঁকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোরোট জানিয়েছেন, তাঁর প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।
সোরোট বলেন, ‘সব স্ত্রীকে সৎ থাকতে বলেছি। যদি তাদের কারও পছন্দ হয়, আমাকে এসে বলতে বলেছি। এমনটি জানতে পারলে আমি তাদের তিনবার জিজ্ঞেস করব। যদি তারা হ্যাঁ বলে, তাহলে তারা আলাদা হতে পারে।’
সোরোটের এমন জীবনযাপনে প্রশ্ন উঠতে পারে তাঁর বিপুল বিত্তবৈভব নিয়ে। তবে সোরোট খুব বেশি ধনী নন। তিনি একজন ট্যাটুশিল্পী এবং স্ত্রীরা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনো সমস্যা হয় না ৷
থাইল্যান্ড সম্পর্কিত আরও পড়ুন:
এক বা দুই নয়, একেবারে আটজন স্ত্রী! আবার তাঁদের নিয়ে থাকেন একই বাড়িতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই একজন যুবককে খুঁজে পাওয়া গেছে থাইল্যান্ডে ৷ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আটটি বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরোট। কয়েক দিন ধরেই স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন তিনি। সোরোট পেশায় একজন ট্যাটুশিল্পী। তাঁর দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না বলেও জানিয়েছেন তিনি। আটজন স্ত্রীই তাঁকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেই দাবি সোরোটের।
প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরোট। পরে বিয়েও করেন তাঁদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন। তারপর বিয়েও করেন তাঁকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোরোট জানিয়েছেন, তাঁর প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।
সোরোট বলেন, ‘সব স্ত্রীকে সৎ থাকতে বলেছি। যদি তাদের কারও পছন্দ হয়, আমাকে এসে বলতে বলেছি। এমনটি জানতে পারলে আমি তাদের তিনবার জিজ্ঞেস করব। যদি তারা হ্যাঁ বলে, তাহলে তারা আলাদা হতে পারে।’
সোরোটের এমন জীবনযাপনে প্রশ্ন উঠতে পারে তাঁর বিপুল বিত্তবৈভব নিয়ে। তবে সোরোট খুব বেশি ধনী নন। তিনি একজন ট্যাটুশিল্পী এবং স্ত্রীরা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনো সমস্যা হয় না ৷
থাইল্যান্ড সম্পর্কিত আরও পড়ুন:
চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
২ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
২ ঘণ্টা আগেপাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী
৩ ঘণ্টা আগে