লেবাননের বৈরুতে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে এ হামলা হয়। গত বছর বন্দরে হওয়া বোমা হামলার তদন্তের দায়িত্ব পাওয়া বিচারককে অপসারণের দাবিতে চলা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এই বন্দুক হামলা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে আজ বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিক্ষোভের ডাক দিয়েছিল। দাবি ছিল, গত বছর হওয়া বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত বিচারককে অপসারণ করা। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় করা বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের সবাই শিয়া মতাবলম্বী।
এর মধ্য দিয়ে লেবাননের রাজনৈতিক পরিস্থিতি আরেক ধাপ উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করছেন বিশ্লেষকেরা। ১৯৭৫-৯০ সময়ের পর লেবাননের পরিস্থিতি এতটা জটিল হয়নি। গত বছর যখন বন্দরে বোমা হামলা হয়, সে সময় লেবানন সরকার দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় ব্যস্ত ছিল। ওই হামলা লেবানন সরকারকে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি থেকে মনোযোগ অন্যদিকে নিতে বাধ্য করে।
ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার সময় মানুষকে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলায় নিহত এক নারী ছিলেন নিজ ঘরেই। এখন পর্যন্ত নিহত সবাই শিয়া মতাবলম্বী।
লেবাননের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বৈরুত শহরের তিউনেহ ট্রাফিক সার্কেলের কাছে যখন মিছিলটি আসে, তখনই এই বন্দুক হামলা হয়। ওই সড়কের একপাশে খ্রিষ্টান এবং অন্যপাশে শিয়া মুসলমানদের বাস।
এদিকে হিজবুল্লাহ ও তাদের মিত্র শিয়া আমল মুভমেন্টের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আশপাশের বাড়ির ছাদ থেকে বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এটি লেবাননে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে করা হয়েছে।
এরই মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সবার প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রধারী কাউকে দেখামাত্র গুলি করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
লেবাননের বৈরুতে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে এ হামলা হয়। গত বছর বন্দরে হওয়া বোমা হামলার তদন্তের দায়িত্ব পাওয়া বিচারককে অপসারণের দাবিতে চলা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এই বন্দুক হামলা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে আজ বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিক্ষোভের ডাক দিয়েছিল। দাবি ছিল, গত বছর হওয়া বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত বিচারককে অপসারণ করা। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় করা বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের সবাই শিয়া মতাবলম্বী।
এর মধ্য দিয়ে লেবাননের রাজনৈতিক পরিস্থিতি আরেক ধাপ উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করছেন বিশ্লেষকেরা। ১৯৭৫-৯০ সময়ের পর লেবাননের পরিস্থিতি এতটা জটিল হয়নি। গত বছর যখন বন্দরে বোমা হামলা হয়, সে সময় লেবানন সরকার দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় ব্যস্ত ছিল। ওই হামলা লেবানন সরকারকে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি থেকে মনোযোগ অন্যদিকে নিতে বাধ্য করে।
ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার সময় মানুষকে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলায় নিহত এক নারী ছিলেন নিজ ঘরেই। এখন পর্যন্ত নিহত সবাই শিয়া মতাবলম্বী।
লেবাননের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বৈরুত শহরের তিউনেহ ট্রাফিক সার্কেলের কাছে যখন মিছিলটি আসে, তখনই এই বন্দুক হামলা হয়। ওই সড়কের একপাশে খ্রিষ্টান এবং অন্যপাশে শিয়া মুসলমানদের বাস।
এদিকে হিজবুল্লাহ ও তাদের মিত্র শিয়া আমল মুভমেন্টের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আশপাশের বাড়ির ছাদ থেকে বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এটি লেবাননে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে করা হয়েছে।
এরই মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সবার প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রধারী কাউকে দেখামাত্র গুলি করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৩ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে