Ajker Patrika

তিন ঘণ্টা বাকি থাকতেই ভোট পড়েছে ৭০%

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৮: ৫৪
তিন ঘণ্টা বাকি থাকতেই ভোট পড়েছে ৭০%

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তিন ঘণ্টা বাকি থাকতেই অর্থাৎ বেলা ৩টার মধ্যে রেকর্ড ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুই রাজ্যেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটে মানুষের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বেলা ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭০ দশমিক ১৭ শতাংশ। অন্যদিক আসামে একই সময়ের মধ্যে ভোট পড়েছে ৬২ দশমিক ২৬ শতাংশ।

মোট ৮ দফায় অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। প্রথম পর্বে পশ্চিমবঙ্গের ৩০ ও আসামের ৪৭টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। প্রথম পর্বে পশ্চিমবঙ্গে ১৯১ এবং আসামে ২৬৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পশ্চিমবঙ্গে লড়াইটি হবে মূলত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির মধ্যে। আর আসামে লড়বে ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত