ব্রাজিলের সাও পাওলোয় আর্থার ও উরসো নামে এক পুরুষ মডেল তাঁর প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে একসঙ্গে আটজন নারীকে বিয়ে করেছিলেন। তবে সম্প্রতি তাঁকে ডিভোর্স দিচ্ছেন তাঁর একজন স্ত্রী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা জ্যাম প্রেসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আর্থার ও উরসো জ্যাম প্রেসকে জানান, একজন স্ত্রী ডিভোর্স দেওয়ায় দুঃখিত এবং বিস্মিত তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মডেল উরসো লুয়ানা কাজাকি নামের এক নারীকে প্রথমে বিয়ে করেন। পরে তাঁর অনুমতি নিয়ে আরও আটটি বিয়ে করেন উরসো।
উরসো জানান, আগাথা নামের তাঁর একজন স্ত্রী তাঁকে ডিভোর্স দিতে যাচ্ছেন। কারণ সে ‘মিসেস মনোগামি’ হতে চায় না।
ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘সে আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। এটার কোনো মানে ছিল না, আমাদের শেয়ার করতে হবে। আমি বিচ্ছেদ সম্পর্কে খুব দুঃখিত এবং তার অজুহাত দ্বারা আরও বিস্মিত।’
উরসোর মতে, তাঁর অন্য স্ত্রীরাও মনে করেন আগাথা ভুল করেছেন।
বিবাহবিচ্ছেদ সম্পর্কে উরসো বলেন, ‘আমি জানি, আমি একজন স্ত্রীকে হারিয়েছি, কিন্তু আমি এ মুহূর্তে তার জায়গায় কাউকে আনছি না।’
উরসো যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, তাঁর ১০টি বিয়ে করার স্বপ্ন রয়েছে। শিগগিরই তিনি এ স্বপ্ন পূরণ করবেন।
ব্রাজিলিয়ান মডেলের দাবি, তিনি তাঁর সব স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন।
ব্রাজিলের সাও পাওলোয় আর্থার ও উরসো নামে এক পুরুষ মডেল তাঁর প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে একসঙ্গে আটজন নারীকে বিয়ে করেছিলেন। তবে সম্প্রতি তাঁকে ডিভোর্স দিচ্ছেন তাঁর একজন স্ত্রী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা জ্যাম প্রেসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আর্থার ও উরসো জ্যাম প্রেসকে জানান, একজন স্ত্রী ডিভোর্স দেওয়ায় দুঃখিত এবং বিস্মিত তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মডেল উরসো লুয়ানা কাজাকি নামের এক নারীকে প্রথমে বিয়ে করেন। পরে তাঁর অনুমতি নিয়ে আরও আটটি বিয়ে করেন উরসো।
উরসো জানান, আগাথা নামের তাঁর একজন স্ত্রী তাঁকে ডিভোর্স দিতে যাচ্ছেন। কারণ সে ‘মিসেস মনোগামি’ হতে চায় না।
ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘সে আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। এটার কোনো মানে ছিল না, আমাদের শেয়ার করতে হবে। আমি বিচ্ছেদ সম্পর্কে খুব দুঃখিত এবং তার অজুহাত দ্বারা আরও বিস্মিত।’
উরসোর মতে, তাঁর অন্য স্ত্রীরাও মনে করেন আগাথা ভুল করেছেন।
বিবাহবিচ্ছেদ সম্পর্কে উরসো বলেন, ‘আমি জানি, আমি একজন স্ত্রীকে হারিয়েছি, কিন্তু আমি এ মুহূর্তে তার জায়গায় কাউকে আনছি না।’
উরসো যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, তাঁর ১০টি বিয়ে করার স্বপ্ন রয়েছে। শিগগিরই তিনি এ স্বপ্ন পূরণ করবেন।
ব্রাজিলিয়ান মডেলের দাবি, তিনি তাঁর সব স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৩ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে