Ajker Patrika

করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে ভারত, মৃত্যুতে ইন্দোনেশিয়া

করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে ভারত, মৃত্যুতে ইন্দোনেশিয়া

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২৪৪ জন; যা আগের দিনের তুলনায় প্রায় দেড় হাজার কম। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন  ৪ লাখ ৬৩ হাজার ৯৫ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ৬৬ হাজার কম।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৭৮৪ জন। আর মারা গেছেন ৪২৪ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৩৬৮ জনের। মোট মারা গেছেন  ৪ লাখ ২৪ হাজার ৮০৮ জন। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ১ হাজার ৬০৪ জনের। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৭৩৮ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৪০ হাজার ৩৯৬ জনের। আর মারা গেছেন ৯৫ হাজার ৭২৩ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার ৩১২ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ লাখ ৩৯ হাজার ৬৯২ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ২৫৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত