Ajker Patrika

আমেরিকা ও পশ্চিমা বিশ্ব বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে: রুশ পর্যবেক্ষক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮: ২৯
আমেরিকা ও পশ্চিমা বিশ্ব বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে: রুশ পর্যবেক্ষক

বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রভাবিত করার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র জড়িত বলে দাবি করেছে রাশিয়ার একটি নির্বাচন পর্যবেক্ষক দল। এই দলের প্রধান আন্দ্রেই শুটভ বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচনী স্বচ্ছতার অঙ্গীকার করছে এবং নির্বাচনকে বৈধ দেখানোর জন্য তা নিশ্চিত করেছে। নির্বাচন সামনে রেখে গত শনিবার শুটভ এমন মন্তব্য করেন। 

এ বিষয়ে আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে তিন সদস্যের রুশ প্রতিনিধিদল বাংলাদেশে সফর করে। এই নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ রয়েছে বলে তারা মন্তব্য করেছে। 

শুটভ বলেছেন, ‘প্রায় ২০০ বিদেশি পর্যবেক্ষক ইতিমধ্যে এখানে নিবন্ধিত হয়েছেন। নির্বাচনটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে।’ 

নিজ দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম তাস-এর সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে শুটভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের গতিপথ ও ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘নির্বাচনের বৈধতা নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিছু রাষ্ট্র বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত ও হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। আর এগুলো করা হয়েছে কিছু অলাভজনক সংস্থা, আধিপত্য এবং বিপুল তহবিলের মাধ্যমে।’ 

শুটভ আরও দাবি করেন, বাংলাদেশই একমাত্র দেশ নয়, যেখানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। 

আমেরিকাকে ইঙ্গিত করে শুটভ বলেন, ‘যেহেতু দেশটি নিজের আধিপত্য ঘোষণা করেছে, সেহেতু তারা বিশ্ব নেতৃত্ব এবং সারা বিশ্বের নির্বাচনী প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে ৷ বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত