অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে সৈকতে আটকে পড়া প্রায় ২০০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সেবা সংস্থার বরাতে এনডিটিভি জানায়, ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি বেঁচে আছে। তাদের উদ্ধার করে সমুদ্রে ফেরত পাঠাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
বন্যপ্রাণী সেবা সংস্থার ব্যবস্থাপক ব্রেন্ডন ক্লার্ক জানান, ‘আগের দিন সৈকতে খোঁজ পাওয়া ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত। আজ সকালে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধার হওয়া তিমিদের সমুদ্রে ছেড়ে দেওয়া।’
ওপর থেকে তোলা ছবিতে দেখা যায়, বেশ কিছু চকচকে, কালো স্তন্যপায়ী প্রাণী সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে। প্রাণীগুলো জলসীমার যেখানে আটকে আছে, সেখানে দক্ষিণ মহাসাগরের হিমশীতল স্রোত বালুর সঙ্গে মিশেছে।
সমুদ্রতীরে আটকে থাকতে দেখার পর স্থানীয় লোকজন তিমিগুলো জীবিত রাখতে কম্বল দিয়ে ঢেকে দেন এবং বালতি ভরে সমুদ্রের পানি এনে তিমিদের গায়ে ঢেলে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবেশবিদরা বলছেন, জোয়ারের পানিতে পথ হারিয়ে সৈকতে আসার পর পানি নামলে তিমিগুলো সৈকতে আটক পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার উপকূলে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়। দুই বছর আগেও তাসমানিয়া উপকূলে এমন তিমি ভেসে আসার ঘটনা ঘটে। ম্যাককুয়েরি হারবারের কাছেই সেবার ৫০০ পাইলট তিমি আটকা পড়ে। স্বেচ্ছাসেবকদের কয়েক দিনের পরিশ্রম সত্ত্বেও তিন শতাধিক তিমি মারা যায়।
অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে সৈকতে আটকে পড়া প্রায় ২০০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সেবা সংস্থার বরাতে এনডিটিভি জানায়, ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি বেঁচে আছে। তাদের উদ্ধার করে সমুদ্রে ফেরত পাঠাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
বন্যপ্রাণী সেবা সংস্থার ব্যবস্থাপক ব্রেন্ডন ক্লার্ক জানান, ‘আগের দিন সৈকতে খোঁজ পাওয়া ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত। আজ সকালে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধার হওয়া তিমিদের সমুদ্রে ছেড়ে দেওয়া।’
ওপর থেকে তোলা ছবিতে দেখা যায়, বেশ কিছু চকচকে, কালো স্তন্যপায়ী প্রাণী সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে। প্রাণীগুলো জলসীমার যেখানে আটকে আছে, সেখানে দক্ষিণ মহাসাগরের হিমশীতল স্রোত বালুর সঙ্গে মিশেছে।
সমুদ্রতীরে আটকে থাকতে দেখার পর স্থানীয় লোকজন তিমিগুলো জীবিত রাখতে কম্বল দিয়ে ঢেকে দেন এবং বালতি ভরে সমুদ্রের পানি এনে তিমিদের গায়ে ঢেলে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবেশবিদরা বলছেন, জোয়ারের পানিতে পথ হারিয়ে সৈকতে আসার পর পানি নামলে তিমিগুলো সৈকতে আটক পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার উপকূলে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়। দুই বছর আগেও তাসমানিয়া উপকূলে এমন তিমি ভেসে আসার ঘটনা ঘটে। ম্যাককুয়েরি হারবারের কাছেই সেবার ৫০০ পাইলট তিমি আটকা পড়ে। স্বেচ্ছাসেবকদের কয়েক দিনের পরিশ্রম সত্ত্বেও তিন শতাধিক তিমি মারা যায়।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২৩ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৪৪ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে