আপনি একটি লটারি কিনলেন। তবে এ থেকে খুব বেশি আশা না থাকায় কবে ড্র হবে সে খবরও রাখলেন না; টিকিটের কথাও ভুলে গেলেন। হঠাৎ অন্য কাজ করতে গিয়ে টিকিটটি খুঁজে পেয়ে ফলের সঙ্গে মিলিয়ে দেখলেন ২ কোটি ডলার জিতে গেছেন। কেমন হবে ব্যাপারটা?
সম্প্রতি ঠিক এমনটিই ঘটেছে কানাডার ম্যানিটোবার নাগরিক জেরি নটের সঙ্গে। কয়েক মাস আগে কেনা একটি লটারির টিকিট তাঁর মানিব্যাগের এক কোনায় পড়ে ছিল। উইনিপেগে যাওয়ার সময় জানলেন ২৪ আগস্ট এ লটারি ড্র হয়েছে। তিনি কার্ডের মাঝখান থেকে টিকিটটি বের করে একটি দোকানে স্ক্যান করান। স্ক্যানের পরে ফল দেখে তো তাঁর চোখ চড়কগাছ। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে স্ক্যান করান আরও একবার।
সেদিনের ঘটনা প্রসঙ্গে নট জানান, 'ঘটনাটি আমার কাছে ছিল স্বপ্নের মতো। আমি ২-এর পরে একটি দুটি এবং একগুচ্ছ শূন্য দেখলাম এবং ভাবলাম, কুল! আমি ২০ মিলিয়ন ডলার জিতেছি! দোকানদার আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, ''এটা হারিয়ে যাওয়া টিকিট!'' পরে এটি আবার স্ক্যান করালে তিনি বলেন, এখানে ২০-এর পরে ছয়টি শূন্য—২০ মিলিয়ন ডলার!'
পরে ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন থেকে পুরো টাকা সংগ্রহ করেন নট। হঠাৎ এভাবে মিলিয়নিয়ার হয়ে যাওয়ার ধাক্কা সামলে ভাবলেন, এত অর্থ দিয়ে কী করবেন?
তাঁর অর্থ থেকে কিছু টাকা নিয়ে তাঁর বাবা বিগ স্টোন লেকে কিছু রিজার্ভ জমি কেনেন। নট ও তাঁর ভাই মিলে একটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের স্বপ্নকে প্রসারিত করার জন্য তাঁরা আরও পাঁচটি কটেজ নির্মাণের অপেক্ষায় আছেন। তবে এর মধ্যে হাসপাতালটি তাঁর সম্প্রদায়ের লোকদের জন্য উপকারী হবে বলে ধারণা তাঁদের। এর মাধ্যমে লটারি জয়কে সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হবে বলেও তাঁরা মনে করেন।
আপনি একটি লটারি কিনলেন। তবে এ থেকে খুব বেশি আশা না থাকায় কবে ড্র হবে সে খবরও রাখলেন না; টিকিটের কথাও ভুলে গেলেন। হঠাৎ অন্য কাজ করতে গিয়ে টিকিটটি খুঁজে পেয়ে ফলের সঙ্গে মিলিয়ে দেখলেন ২ কোটি ডলার জিতে গেছেন। কেমন হবে ব্যাপারটা?
সম্প্রতি ঠিক এমনটিই ঘটেছে কানাডার ম্যানিটোবার নাগরিক জেরি নটের সঙ্গে। কয়েক মাস আগে কেনা একটি লটারির টিকিট তাঁর মানিব্যাগের এক কোনায় পড়ে ছিল। উইনিপেগে যাওয়ার সময় জানলেন ২৪ আগস্ট এ লটারি ড্র হয়েছে। তিনি কার্ডের মাঝখান থেকে টিকিটটি বের করে একটি দোকানে স্ক্যান করান। স্ক্যানের পরে ফল দেখে তো তাঁর চোখ চড়কগাছ। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে স্ক্যান করান আরও একবার।
সেদিনের ঘটনা প্রসঙ্গে নট জানান, 'ঘটনাটি আমার কাছে ছিল স্বপ্নের মতো। আমি ২-এর পরে একটি দুটি এবং একগুচ্ছ শূন্য দেখলাম এবং ভাবলাম, কুল! আমি ২০ মিলিয়ন ডলার জিতেছি! দোকানদার আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, ''এটা হারিয়ে যাওয়া টিকিট!'' পরে এটি আবার স্ক্যান করালে তিনি বলেন, এখানে ২০-এর পরে ছয়টি শূন্য—২০ মিলিয়ন ডলার!'
পরে ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন থেকে পুরো টাকা সংগ্রহ করেন নট। হঠাৎ এভাবে মিলিয়নিয়ার হয়ে যাওয়ার ধাক্কা সামলে ভাবলেন, এত অর্থ দিয়ে কী করবেন?
তাঁর অর্থ থেকে কিছু টাকা নিয়ে তাঁর বাবা বিগ স্টোন লেকে কিছু রিজার্ভ জমি কেনেন। নট ও তাঁর ভাই মিলে একটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের স্বপ্নকে প্রসারিত করার জন্য তাঁরা আরও পাঁচটি কটেজ নির্মাণের অপেক্ষায় আছেন। তবে এর মধ্যে হাসপাতালটি তাঁর সম্প্রদায়ের লোকদের জন্য উপকারী হবে বলে ধারণা তাঁদের। এর মাধ্যমে লটারি জয়কে সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হবে বলেও তাঁরা মনে করেন।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৩ ঘণ্টা আগে