Ajker Patrika

ভুলে যাওয়া লটারি থেকে ২০ মিলিয়ন ডলারের মালিক

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২: ২৫
ভুলে যাওয়া লটারি থেকে ২০ মিলিয়ন ডলারের মালিক

আপনি একটি লটারি কিনলেন। তবে এ থেকে খুব বেশি আশা না থাকায় কবে ড্র হবে সে খবরও রাখলেন না; টিকিটের কথাও ভুলে গেলেন। হঠাৎ অন্য কাজ করতে গিয়ে টিকিটটি খুঁজে পেয়ে ফলের সঙ্গে মিলিয়ে দেখলেন ২ কোটি ডলার জিতে গেছেন। কেমন হবে ব্যাপারটা? 

সম্প্রতি ঠিক এমনটিই ঘটেছে কানাডার ম্যানিটোবার নাগরিক জেরি নটের সঙ্গে। কয়েক মাস আগে কেনা একটি লটারির টিকিট তাঁর মানিব্যাগের এক কোনায় পড়ে ছিল। উইনিপেগে যাওয়ার সময় জানলেন ২৪ আগস্ট এ লটারি ড্র হয়েছে। তিনি কার্ডের মাঝখান থেকে টিকিটটি বের করে একটি দোকানে স্ক্যান করান। স্ক্যানের পরে ফল দেখে তো তাঁর চোখ চড়কগাছ। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে স্ক্যান করান আরও একবার। 

সেদিনের ঘটনা প্রসঙ্গে নট জানান, 'ঘটনাটি আমার কাছে ছিল স্বপ্নের মতো। আমি ২-এর পরে একটি দুটি এবং একগুচ্ছ শূন্য দেখলাম এবং ভাবলাম, কুল! আমি ২০ মিলিয়ন ডলার জিতেছি! দোকানদার আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, ''এটা হারিয়ে যাওয়া টিকিট!'' পরে এটি আবার স্ক্যান করালে তিনি বলেন, এখানে ২০-এর পরে ছয়টি শূন্য—২০ মিলিয়ন ডলার!'

পরে ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন থেকে পুরো টাকা সংগ্রহ করেন নট। হঠাৎ এভাবে মিলিয়নিয়ার হয়ে যাওয়ার ধাক্কা সামলে ভাবলেন, এত অর্থ দিয়ে কী করবেন?

তাঁর অর্থ থেকে কিছু টাকা নিয়ে তাঁর বাবা বিগ স্টোন লেকে কিছু রিজার্ভ জমি কেনেন। নট ও তাঁর ভাই মিলে একটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের স্বপ্নকে প্রসারিত করার জন্য তাঁরা আরও পাঁচটি কটেজ নির্মাণের অপেক্ষায় আছেন। তবে এর মধ্যে হাসপাতালটি তাঁর সম্প্রদায়ের লোকদের জন্য উপকারী হবে বলে ধারণা তাঁদের। এর মাধ্যমে লটারি জয়কে সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হবে বলেও তাঁরা মনে করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত