Ajker Patrika

ব্রাজিলে এক মাসে মৃত্যু ৬০ হাজারের বেশি

ব্রাজিলে এক মাসে মৃত্যু ৬০ হাজারের বেশি

ব্রাজিলে গত মার্চ মাসে করোনায় ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটি গত ফেব্রুয়ারির তুলনায় দ্বিগুণ। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। চলতি সপ্তাহে ব্রাজিলের মন্ত্রিসভায় বড় রদবদলও করেন বলসোনারো। পাশাপাশি দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানেরা একযোগে পদত্যাগ করেছেন। ফলে দেশটিতে রাজনৈতিক সঙ্কট তৈরির শঙ্কাও তৈরি হয়েছে।

লকডাউন দেওয়ায় স্থানীয় সময় বুধবারও (৩১ মার্চ) স্থানীয় সরকার এবং মেয়রদের সমালোচনা করেছেন বলসোনারো।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমাদের দুটি শত্রু। একটি ভাইরাস এবং একটি হলো বেকারত্ব । এটি বস্তাবতা। আমরা বাসায় বসে থেকে এই সমস্যার সমাধান করতে পারবো না।

এদিকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি। বিশ্বে করোনায় মোট মৃত্যুর এক-চতুর্থাংশই ব্রাজিলের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত