Ajker Patrika

এন্ডেমিক করোনা মানে বিপদের শেষ নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এন্ডেমিক করোনা মানে বিপদের শেষ নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস প্যান্ডেমিক থেকে এন্ডেমিক হওয়া মানেই বিপদের শেষ নয়। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ এমনটি জানিয়ে সতর্ক করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এন্ডেমিকে নতুন এক বিশ্ব আসন্ন যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহামারির মতো এত মানুষের মৃত্যু না হলেও, এই অসুখটি আর দশটি সাধারণ রোগের মতোই থেকে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি সম্পর্কিত পরিচালক ড. মাইক রায়ান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বলেন, লোকজন প্যান্ডেমিক ও এন্ডেমিক নিয়ে কথা বলছে।

এন্ডেমিক ম্যালেরিয়া হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে। এন্ডেমিক এইচআইভিও তেমনটি ঘটিয়েছে। এর মানে হলো এন্ডেমিক অর্থই ভালো কিছু এমন না। এন্ডেমিক অর্থ হলো রোগটি চিরকালই থাকবে। 

করোনাভাইরাসের ধরন ওমিক্রন অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক হলেও এটি টিকা নেওয়া ব্যক্তিদের গুরুতর অসুস্থ করতে পারে না। বিশেষজ্ঞরা দাবি করছেন, ওমিক্রনের মাধ্যমে প্যান্ডেমিক থেকে এন্ডেমিক স্তরে নেমে আসবে করোনাভাইরাস।

এ প্রসঙ্গে রায়ান বলেন, আমাদের যা করতে হবে তা হলো আমাদের সর্বাধিক টিকা দিয়ে রোগের প্রকোপ কমাতে হবে। যাতে আর কাউকে মরতে না হয়। এভাবেই জরুরি অবস্থার শেষ হবে। এভাবেই শেষ হবে প্যান্ডেমিকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত