নির্দিষ্ট পরিমাণ মদ বহন করতে পারেন বিমানযাত্রীরা। আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে কোকেন পাচারকারীরা। তারা অভিনব উপায়ে কোকেনকে তরলে রূপান্তরিত করে এটিকে মদ ঘোষণা দিয়ে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের ফাঁকি দিচ্ছে।
গত বৃহস্পতিবার ভারতের দিল্লিতে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। দুটি হুইস্কির বোতলে করে কোকেন পাচার করতে চেয়েছিলেন ২৫ বছর বয়সী এক কেনিয়ান নারী। পরে তাকে আটক করা হয়।
রোববার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার ওই নারী ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে কোকেনের চালান নিয়ে আকাশপথে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন।
ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, তরল কোকেন আটকের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে এ ধরনের আরও বেশ কয়েকটি চালান তাঁরা ধরেছেন।
গত এপ্রিলেও দিল্লির বিমানবন্দরে হুইস্কির বোতলে কোকেনসহ আটক করা হয়েছিল তাঞ্জানিয়ার এক ব্যক্তিকে। তিনিও ইথিওপিয়া থেকে ওই চালান নিয়ে এসেছিলেন।
এ ছাড়া গত নভেম্বরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বোতল তরল কোকেনসহ ইথিওপিয়া থেকে আসা এক নাইজেরিয়ানকে আটক করা হয়েছিল। সে সময় ভারতের নারকোটিক বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই দুই বোতলে প্রায় ২০ কোটি রুপির কোকেন ছিল। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৬ কোটি টাকারও বেশি।
বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের মতে, মদের বোতলে করে কেউ কোকেন পাচারের চেষ্টা করলে তা ধরা অনেক সময় কঠিন হয়ে যায়। কারণ নির্দিষ্ট পরিমাণ মদ বহনের সুযোগ আছে বিমানযাত্রীদের।
ধরা পড়া মাদক পাচারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী-কোকেন পাচারের এই পদ্ধতিটি নতুন। এই পদ্ধতিতে প্রথমে কোকেনের পাউডারকে তরলে রূপান্তর করা হয়। পরে আবার ওই কোকেনকে পাউডারে পরিণত করা যায়। সম্প্রতি এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু ভারতেই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও এই কৌশলে কোকেন পাচার করা হচ্ছে।
তবে তরল কোকেন শনাক্ত করতে সম্প্রতি যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড দুটি কৌশল আবিষ্কার করেছে। এ দুটি কৌশলে মদের বোতলের ছিপ না খুলেই ভেতরে কোকেন আছে কি-না তা পরীক্ষা করা সম্ভব।
নির্দিষ্ট পরিমাণ মদ বহন করতে পারেন বিমানযাত্রীরা। আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে কোকেন পাচারকারীরা। তারা অভিনব উপায়ে কোকেনকে তরলে রূপান্তরিত করে এটিকে মদ ঘোষণা দিয়ে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের ফাঁকি দিচ্ছে।
গত বৃহস্পতিবার ভারতের দিল্লিতে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। দুটি হুইস্কির বোতলে করে কোকেন পাচার করতে চেয়েছিলেন ২৫ বছর বয়সী এক কেনিয়ান নারী। পরে তাকে আটক করা হয়।
রোববার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার ওই নারী ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে কোকেনের চালান নিয়ে আকাশপথে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন।
ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, তরল কোকেন আটকের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে এ ধরনের আরও বেশ কয়েকটি চালান তাঁরা ধরেছেন।
গত এপ্রিলেও দিল্লির বিমানবন্দরে হুইস্কির বোতলে কোকেনসহ আটক করা হয়েছিল তাঞ্জানিয়ার এক ব্যক্তিকে। তিনিও ইথিওপিয়া থেকে ওই চালান নিয়ে এসেছিলেন।
এ ছাড়া গত নভেম্বরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বোতল তরল কোকেনসহ ইথিওপিয়া থেকে আসা এক নাইজেরিয়ানকে আটক করা হয়েছিল। সে সময় ভারতের নারকোটিক বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই দুই বোতলে প্রায় ২০ কোটি রুপির কোকেন ছিল। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৬ কোটি টাকারও বেশি।
বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের মতে, মদের বোতলে করে কেউ কোকেন পাচারের চেষ্টা করলে তা ধরা অনেক সময় কঠিন হয়ে যায়। কারণ নির্দিষ্ট পরিমাণ মদ বহনের সুযোগ আছে বিমানযাত্রীদের।
ধরা পড়া মাদক পাচারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী-কোকেন পাচারের এই পদ্ধতিটি নতুন। এই পদ্ধতিতে প্রথমে কোকেনের পাউডারকে তরলে রূপান্তর করা হয়। পরে আবার ওই কোকেনকে পাউডারে পরিণত করা যায়। সম্প্রতি এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু ভারতেই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও এই কৌশলে কোকেন পাচার করা হচ্ছে।
তবে তরল কোকেন শনাক্ত করতে সম্প্রতি যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড দুটি কৌশল আবিষ্কার করেছে। এ দুটি কৌশলে মদের বোতলের ছিপ না খুলেই ভেতরে কোকেন আছে কি-না তা পরীক্ষা করা সম্ভব।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১৪ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১৬ ঘণ্টা আগে