Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৩১
বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে


বিশ্বজুড়ে বিরাজ করছে করোনার দাপট। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। তবে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯২৭ জনের, যা আগের দিনের তুলনায় প্রায় ৩০০ কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জনের, যা আগের দিনের তুলনায় ৮০ হাজার কম।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৯৬০। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৭৭ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ৯৪২ জনের এবং মারা গেছে ৯ লাখ ২ হাজার ২৮ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৬ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ১০৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৫৬ হাজার ৬৪২ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৯৩৭ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত