ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সৃষ্ট যুদ্ধাপরাধসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ এক বছর বাড়াতে জাতিসংঘের উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট না দিলেও এটিসহ মোট ১৩টি প্রস্তাব গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউক্রেনে স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় ২৮টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৭টি দেশ। মাত্র দুটি দেশ—চীন ও ইরিত্রিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
প্রস্তাব পাসে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গি কিসলিৎসিয়া ধন্যবাদ জানিয়ে এক টুইটে বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের জেরে উদ্ভূত ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির জন্য স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের আমরা অভিবাদন জানাই। মাত্র দুটি দেশ প্রস্তাবের বিপক্ষে ছিল। এবার যুদ্ধাপরাধের বিচারের পালা!’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এর আগেও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ-ভারত। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার ও যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।
ওই প্রস্তাবে বলা হয়, জাতিসংঘের সনদ মেনে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক। সে সময় ১৪১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ৭টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।
ভোটদানে বিরত থাকার কারণ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন দাবি করেছিল, জাতিসংঘের ওই প্রস্তাবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় টেকসই ও বাস্তবসম্মত পথরেখা না থাকায় ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।
আর জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেছিলেন, ভারত সংলাপ ও কূটনীতির আহ্বান পুনর্ব্যক্ত করে বহুপাক্ষিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
চীনও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের শুরু থেকে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। গতকালের ভোটাভুটিতেও তারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সৃষ্ট যুদ্ধাপরাধসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ এক বছর বাড়াতে জাতিসংঘের উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট না দিলেও এটিসহ মোট ১৩টি প্রস্তাব গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউক্রেনে স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় ২৮টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৭টি দেশ। মাত্র দুটি দেশ—চীন ও ইরিত্রিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
প্রস্তাব পাসে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গি কিসলিৎসিয়া ধন্যবাদ জানিয়ে এক টুইটে বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের জেরে উদ্ভূত ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির জন্য স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের আমরা অভিবাদন জানাই। মাত্র দুটি দেশ প্রস্তাবের বিপক্ষে ছিল। এবার যুদ্ধাপরাধের বিচারের পালা!’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এর আগেও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ-ভারত। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার ও যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।
ওই প্রস্তাবে বলা হয়, জাতিসংঘের সনদ মেনে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক। সে সময় ১৪১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ৭টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।
ভোটদানে বিরত থাকার কারণ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন দাবি করেছিল, জাতিসংঘের ওই প্রস্তাবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় টেকসই ও বাস্তবসম্মত পথরেখা না থাকায় ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।
আর জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেছিলেন, ভারত সংলাপ ও কূটনীতির আহ্বান পুনর্ব্যক্ত করে বহুপাক্ষিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
চীনও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের শুরু থেকে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। গতকালের ভোটাভুটিতেও তারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
মহারাষ্ট্রের বাণিজ্য নগরী মুম্বাই আবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। টানা বর্ষণে শহর কার্যত থমকে গিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সান্তাক্রুজ এলাকায় ৯৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ২০০৫ সালের ভয়াবহ মুম্বাই বন্যার স্মৃতি ফিরিয়ে এনেছে।
১ ঘণ্টা আগেআহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধু বাংলায় কথা বলার কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।
২ ঘণ্টা আগেইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়
২ ঘণ্টা আগেতিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
৩ ঘণ্টা আগে