ঢাকা: গরিব দেশগুলোতে কোভিড টিকা নিশ্চিত করতে ধনী দেশগুলোকে অর্থায়ন করার আহ্বান জানিয়েছেন সাবেক বিশ্বনেতারা। ধনী দেশগুলোর সাবেক প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রীসহ শতাধিক সাবেক নেতা বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রমে গতি আনতে ধনী দেশগুলোর প্রতি এ আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। জি–৭ শীর্ষ সম্মেলন শুরুর আগে তাঁরা এই আহ্বান জানালেন।
তাঁরা বলেছেন, করোনাভাইরাস যেন ধরন পরিবর্তন করে বারবার পৃথিবীতে এসে হুমকির সৃষ্টি করতে না পারে এ লক্ষ্যে জি-৭ ভুক্ত (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) দেশগুলোর অর্থায়ন করা উচিত।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১–১৩ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ধনী দেশগুলোর সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখে টিকাদান কার্যক্রমে অর্থায়নের এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। আসন্ন সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সাবেক বিশ্ব নেতারা চিঠিতে লিখেছেন, ২০২০ সালে বৈশ্বিক সহযোগিতা ব্যর্থ হয়েছে। কিন্তু ২০২১ সাল একটি নতুন যুগের সূচনা করতে পারে। আসন্ন সামিটে ধনী দেশগুলোর করোনার বিরুদ্ধে লড়াইয়ে কমপক্ষে ৩০ বিলিয়ন ডলার অর্থায়নের নিশ্চয়তা দেওয়া উচিত।
চিঠি তাঁরা বলেছেন, জি–৭ ও জি–২০ দেশগুলোর পক্ষ থেকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কোভিড টিকা সরবরাহ নিশ্চিত করা কোনো দাতব্য কাজ নয়। বরং জোটের প্রত্যেকটি দেশের কৌশলগত স্বার্থেই এটি করা উচিত।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন চিঠিতে লেখেন, ভাইরাস সংক্রমণ, ধরন পরিবর্তন এবং বারবার ফিরে আসা ঠেকাতে জি-৭–এর সদস্য দেশগুলোর এগিয়ে আসতে হবে। সর্বোপরি এটি জি-৭ দেশগুলোর নিজেদের আত্মরক্ষার্থেই কাজে দেবে।
চিঠিতে বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করেছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম- যুক্তরাজ্যের সাবেক দুই প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এ ছাড়া চিঠিটিতে আফ্রিকার সাবেক ১৫ জন নেতাও এতে স্বাক্ষর করেছেন।
ঢাকা: গরিব দেশগুলোতে কোভিড টিকা নিশ্চিত করতে ধনী দেশগুলোকে অর্থায়ন করার আহ্বান জানিয়েছেন সাবেক বিশ্বনেতারা। ধনী দেশগুলোর সাবেক প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রীসহ শতাধিক সাবেক নেতা বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রমে গতি আনতে ধনী দেশগুলোর প্রতি এ আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। জি–৭ শীর্ষ সম্মেলন শুরুর আগে তাঁরা এই আহ্বান জানালেন।
তাঁরা বলেছেন, করোনাভাইরাস যেন ধরন পরিবর্তন করে বারবার পৃথিবীতে এসে হুমকির সৃষ্টি করতে না পারে এ লক্ষ্যে জি-৭ ভুক্ত (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) দেশগুলোর অর্থায়ন করা উচিত।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১–১৩ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ধনী দেশগুলোর সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখে টিকাদান কার্যক্রমে অর্থায়নের এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। আসন্ন সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সাবেক বিশ্ব নেতারা চিঠিতে লিখেছেন, ২০২০ সালে বৈশ্বিক সহযোগিতা ব্যর্থ হয়েছে। কিন্তু ২০২১ সাল একটি নতুন যুগের সূচনা করতে পারে। আসন্ন সামিটে ধনী দেশগুলোর করোনার বিরুদ্ধে লড়াইয়ে কমপক্ষে ৩০ বিলিয়ন ডলার অর্থায়নের নিশ্চয়তা দেওয়া উচিত।
চিঠি তাঁরা বলেছেন, জি–৭ ও জি–২০ দেশগুলোর পক্ষ থেকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কোভিড টিকা সরবরাহ নিশ্চিত করা কোনো দাতব্য কাজ নয়। বরং জোটের প্রত্যেকটি দেশের কৌশলগত স্বার্থেই এটি করা উচিত।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন চিঠিতে লেখেন, ভাইরাস সংক্রমণ, ধরন পরিবর্তন এবং বারবার ফিরে আসা ঠেকাতে জি-৭–এর সদস্য দেশগুলোর এগিয়ে আসতে হবে। সর্বোপরি এটি জি-৭ দেশগুলোর নিজেদের আত্মরক্ষার্থেই কাজে দেবে।
চিঠিতে বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করেছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম- যুক্তরাজ্যের সাবেক দুই প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এ ছাড়া চিঠিটিতে আফ্রিকার সাবেক ১৫ জন নেতাও এতে স্বাক্ষর করেছেন।
২০২৪ সালের মে মাসে মুজিকার ক্যানসার ধরা পড়ে। মুজিকার স্ত্রী লুসিয়া তোপোলানস্কি বেঁচে আছেন। গেরিলা যোদ্ধা থাকার সময় লুসিয়ার সঙ্গে মুজিকার পরিচয়। এই দম্পতির কোনো সন্তান নেই। মৃত্যুর আগে তিনি সেই খামারে, তাঁর পোষা কুকুরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
১১ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
১২ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
১৩ ঘণ্টা আগে