রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় রকমের ধাক্কা দিতে পারে। বিশ্ববাজারে রাশিয়ার তেল রপ্তানি বন্ধের যে সম্ভাব্য ক্ষতি তার প্রভাবকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আইইএ জানিয়েছে, ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ক্রমবর্ধমানহারে রাশিয়ার তেল ক্রয় বন্ধ করে দিয়েছে।
আইইএ তেলের বাজারের সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণের বরাত দিয়ে বলেছে, ‘আমরা অনুমান করছি—আগামী এপ্রিল থেকে রাশিয়ার দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের নিষেধাজ্ঞার কারণে আটকে যাবে এবং এর ফলে তেল আমদানিকারক দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
আইইএ তাদের মূল্যায়নে আরও বলেছে, ‘ওপেক প্লাস (OPEC+—পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা) প্রতি মাসে পরিমিত পরিমাণে সরবরাহ বাড়ানোর চুক্তিতে অটল। কেবল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যথেষ্ট অতিরিক্ত সক্ষমতা রয়েছে রাশিয়ার তেলের ঘাটতি পূরণের।’
এ দিকে জ্বালানির ঊর্ধ্বমুখী দামের পরিপ্রেক্ষিতে ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান পেয়েছে। তবে প্রতিষ্ঠানটি সর্বশেষ বৈঠকে আগামী মাসগুলোতে প্রতিদিন মাত্র ৪ লাখ ব্যারেল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনায় অটল থাকার বিষয়য়ে মতামত দিয়েছে।’
আইইএ আরও জানিয়েছে, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী দ্রুত পণ্যের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে হ্রাস করবে। প্রতিষ্ঠানটি আরও সতর্ক করেছে যে—রাশিয়ার তেলের অভাব বিশ্ব বাজারে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরবরাহ সংকটে তৈরি করতে পারে। ফলে, বিশ্ববাজারে রাশিয়ার তেল রপ্তানি বন্ধের যে সম্ভাব্য ক্ষতি তার প্রভাবকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশগুলোর একটি। সারা বিশ্বে প্রতিদিন ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত তেল পণ্য প্রেরণ করে।
রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় রকমের ধাক্কা দিতে পারে। বিশ্ববাজারে রাশিয়ার তেল রপ্তানি বন্ধের যে সম্ভাব্য ক্ষতি তার প্রভাবকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আইইএ জানিয়েছে, ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ক্রমবর্ধমানহারে রাশিয়ার তেল ক্রয় বন্ধ করে দিয়েছে।
আইইএ তেলের বাজারের সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণের বরাত দিয়ে বলেছে, ‘আমরা অনুমান করছি—আগামী এপ্রিল থেকে রাশিয়ার দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের নিষেধাজ্ঞার কারণে আটকে যাবে এবং এর ফলে তেল আমদানিকারক দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
আইইএ তাদের মূল্যায়নে আরও বলেছে, ‘ওপেক প্লাস (OPEC+—পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা) প্রতি মাসে পরিমিত পরিমাণে সরবরাহ বাড়ানোর চুক্তিতে অটল। কেবল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যথেষ্ট অতিরিক্ত সক্ষমতা রয়েছে রাশিয়ার তেলের ঘাটতি পূরণের।’
এ দিকে জ্বালানির ঊর্ধ্বমুখী দামের পরিপ্রেক্ষিতে ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান পেয়েছে। তবে প্রতিষ্ঠানটি সর্বশেষ বৈঠকে আগামী মাসগুলোতে প্রতিদিন মাত্র ৪ লাখ ব্যারেল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনায় অটল থাকার বিষয়য়ে মতামত দিয়েছে।’
আইইএ আরও জানিয়েছে, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী দ্রুত পণ্যের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে হ্রাস করবে। প্রতিষ্ঠানটি আরও সতর্ক করেছে যে—রাশিয়ার তেলের অভাব বিশ্ব বাজারে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরবরাহ সংকটে তৈরি করতে পারে। ফলে, বিশ্ববাজারে রাশিয়ার তেল রপ্তানি বন্ধের যে সম্ভাব্য ক্ষতি তার প্রভাবকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশগুলোর একটি। সারা বিশ্বে প্রতিদিন ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত তেল পণ্য প্রেরণ করে।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৫ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
৮ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে