Ajker Patrika

রুশ তেলের ওপর নিষেধাজ্ঞার প্রভাব কোনোভাবেই ছোট করে দেখা যাবে না: আইইএ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ২০: ৪৩
রুশ তেলের ওপর নিষেধাজ্ঞার প্রভাব কোনোভাবেই ছোট করে দেখা যাবে না: আইইএ

রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় রকমের ধাক্কা দিতে পারে। বিশ্ববাজারে রাশিয়ার তেল রপ্তানি বন্ধের যে সম্ভাব্য ক্ষতি তার প্রভাবকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আইইএ জানিয়েছে, ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ক্রমবর্ধমানহারে রাশিয়ার তেল ক্রয় বন্ধ করে দিয়েছে। 

আইইএ তেলের বাজারের সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণের বরাত দিয়ে বলেছে, ‘আমরা অনুমান করছি—আগামী এপ্রিল থেকে রাশিয়ার দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের নিষেধাজ্ঞার কারণে আটকে যাবে এবং এর ফলে তেল আমদানিকারক দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’ 

আইইএ তাদের মূল্যায়নে আরও বলেছে, ‘ওপেক প্লাস (OPEC+—পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা) প্রতি মাসে পরিমিত পরিমাণে সরবরাহ বাড়ানোর চুক্তিতে অটল। কেবল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যথেষ্ট অতিরিক্ত সক্ষমতা রয়েছে রাশিয়ার তেলের ঘাটতি পূরণের।’ 

এ দিকে জ্বালানির ঊর্ধ্বমুখী দামের পরিপ্রেক্ষিতে ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান পেয়েছে। তবে প্রতিষ্ঠানটি সর্বশেষ বৈঠকে আগামী মাসগুলোতে প্রতিদিন মাত্র ৪ লাখ ব্যারেল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনায় অটল থাকার বিষয়য়ে মতামত দিয়েছে।’ 

আইইএ আরও জানিয়েছে, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী দ্রুত পণ্যের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে হ্রাস করবে। প্রতিষ্ঠানটি আরও সতর্ক করেছে যে—রাশিয়ার তেলের অভাব বিশ্ব বাজারে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরবরাহ সংকটে তৈরি করতে পারে। ফলে, বিশ্ববাজারে রাশিয়ার তেল রপ্তানি বন্ধের যে সম্ভাব্য ক্ষতি তার প্রভাবকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। 

উল্লেখ্য, রাশিয়া বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশগুলোর একটি। সারা বিশ্বে প্রতিদিন ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত তেল পণ্য প্রেরণ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত