দুই বোন। থাকেন পৃথিবীর দুই প্রান্তে। ৬০ বছর আগে তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। একে অপরের অস্তিত্বের কথা জানতে না তাঁদের কেউই। অবশেষে ডিএনএ পরীক্ষার সূত্র ধরে বোনের দেখা পেলেন বোন।
এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, দুই বোনের একজনের নাম জুলি ম্যামো। তার বয়স ৬৬ বছর। বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। ৬৪ বছর বয়সী অন্য বোনের নাম জুলি অ্যানসেল। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যের কেন্টে বসবাস করছেন।
জানা যায়, তাঁদের মা লিলিয়ান ফিশার ১৯৫৬ সালে মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের ডোভারে ম্যামোর জন্ম দিয়েছিলেন। কিন্তু অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ায় ম্যামোকে মাত্র ৯ দিন বয়সে দত্তক দিয়ে দিতে বাধ্য হন তিনি। কিছুদিন পরই ম্যামোকে দত্তক নেওয়া পরিবারটি চলে যায় অস্ট্রেলিয়ায়।
পরবর্তী জীবনে আরও চার সন্তানের জন্ম দেন লিলিয়ান। তাদের মধ্যে সবচেয়ে বড় জুলি অ্যানসেলের বয়স যখন ১২ বছর, তখন তাঁর মা লিলিয়ান মারা যান। মৃত্যুর আগে তিনি অ্যানসেলকে বলে যান যে-তাঁর আরও এক বোন আছে, যাকে জন্মের পরপরই দত্তক দেওয়া হয়েছিল।
গণমাধ্যমকে অ্যানসেল জানান, সেই বয়সে মায়ের কথা তিনি ঠিকমতো বুঝতেই পারেননি। বছরের পর বছর কেটে গেলেও বিষয়টি নিয়ে তিনি কখনোই আর ভাবেননি।
এ অবস্থায় দুই বোনের হয়তো আর কখনোই দেখা হতো না, যদি না অ্যানসেলের পরিবারের একজন নিজেদের জাতিগত পরিচয় জানতে উদ্যোগী হতেন। এই উদ্দেশে গত বছর একটি ডিএনএ পরীক্ষার আয়োজন করা হয়। ফলাফলে দেখা যায়-জুলি অ্যানসেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করা জুলি ম্যামো নামে এক নারীর ডিএনএ ৯০ শতাংশ পর্যন্ত মিলে গেছে।
এ অবস্থায় ম্যামোর পরিচয় জানতে একটি মিশন শুরু অ্যানসেলের পরিবার। তাঁরা ফেসবুকে ম্যামোর মেয়ের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় দুই বোন তাঁদের অতীত যোগসূত্রের কথা একসময় জেনে যান।
বিষয়টি তাঁদের এতটাই বিস্মিত করে যে, কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় থাকা অন্য বোনের সঙ্গে দেখা করতে বিমানে চেপে বসেন অ্যানসেল। পরে ম্যামোকে নিয়ে তিনি যুক্তরাজ্যে ফেরেন।
চলতি মাসেই আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন ম্যামো। তবে দুই বোনই আশা করছেন—আগামী বছর ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে আবার দেখা হবে তাঁদের।
বর্তমানে তাঁরা আরেকটি ডিএনএ পরীক্ষায় অংশ নেবেন এটা দেখতে যে-তাঁদের বাবা একজনই ছিলেন কি-না।
দুই বোন। থাকেন পৃথিবীর দুই প্রান্তে। ৬০ বছর আগে তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। একে অপরের অস্তিত্বের কথা জানতে না তাঁদের কেউই। অবশেষে ডিএনএ পরীক্ষার সূত্র ধরে বোনের দেখা পেলেন বোন।
এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, দুই বোনের একজনের নাম জুলি ম্যামো। তার বয়স ৬৬ বছর। বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। ৬৪ বছর বয়সী অন্য বোনের নাম জুলি অ্যানসেল। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যের কেন্টে বসবাস করছেন।
জানা যায়, তাঁদের মা লিলিয়ান ফিশার ১৯৫৬ সালে মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের ডোভারে ম্যামোর জন্ম দিয়েছিলেন। কিন্তু অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ায় ম্যামোকে মাত্র ৯ দিন বয়সে দত্তক দিয়ে দিতে বাধ্য হন তিনি। কিছুদিন পরই ম্যামোকে দত্তক নেওয়া পরিবারটি চলে যায় অস্ট্রেলিয়ায়।
পরবর্তী জীবনে আরও চার সন্তানের জন্ম দেন লিলিয়ান। তাদের মধ্যে সবচেয়ে বড় জুলি অ্যানসেলের বয়স যখন ১২ বছর, তখন তাঁর মা লিলিয়ান মারা যান। মৃত্যুর আগে তিনি অ্যানসেলকে বলে যান যে-তাঁর আরও এক বোন আছে, যাকে জন্মের পরপরই দত্তক দেওয়া হয়েছিল।
গণমাধ্যমকে অ্যানসেল জানান, সেই বয়সে মায়ের কথা তিনি ঠিকমতো বুঝতেই পারেননি। বছরের পর বছর কেটে গেলেও বিষয়টি নিয়ে তিনি কখনোই আর ভাবেননি।
এ অবস্থায় দুই বোনের হয়তো আর কখনোই দেখা হতো না, যদি না অ্যানসেলের পরিবারের একজন নিজেদের জাতিগত পরিচয় জানতে উদ্যোগী হতেন। এই উদ্দেশে গত বছর একটি ডিএনএ পরীক্ষার আয়োজন করা হয়। ফলাফলে দেখা যায়-জুলি অ্যানসেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করা জুলি ম্যামো নামে এক নারীর ডিএনএ ৯০ শতাংশ পর্যন্ত মিলে গেছে।
এ অবস্থায় ম্যামোর পরিচয় জানতে একটি মিশন শুরু অ্যানসেলের পরিবার। তাঁরা ফেসবুকে ম্যামোর মেয়ের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় দুই বোন তাঁদের অতীত যোগসূত্রের কথা একসময় জেনে যান।
বিষয়টি তাঁদের এতটাই বিস্মিত করে যে, কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় থাকা অন্য বোনের সঙ্গে দেখা করতে বিমানে চেপে বসেন অ্যানসেল। পরে ম্যামোকে নিয়ে তিনি যুক্তরাজ্যে ফেরেন।
চলতি মাসেই আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন ম্যামো। তবে দুই বোনই আশা করছেন—আগামী বছর ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে আবার দেখা হবে তাঁদের।
বর্তমানে তাঁরা আরেকটি ডিএনএ পরীক্ষায় অংশ নেবেন এটা দেখতে যে-তাঁদের বাবা একজনই ছিলেন কি-না।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৪ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে