দুই বোন। থাকেন পৃথিবীর দুই প্রান্তে। ৬০ বছর আগে তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। একে অপরের অস্তিত্বের কথা জানতে না তাঁদের কেউই। অবশেষে ডিএনএ পরীক্ষার সূত্র ধরে বোনের দেখা পেলেন বোন।
এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, দুই বোনের একজনের নাম জুলি ম্যামো। তার বয়স ৬৬ বছর। বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। ৬৪ বছর বয়সী অন্য বোনের নাম জুলি অ্যানসেল। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যের কেন্টে বসবাস করছেন।
জানা যায়, তাঁদের মা লিলিয়ান ফিশার ১৯৫৬ সালে মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের ডোভারে ম্যামোর জন্ম দিয়েছিলেন। কিন্তু অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ায় ম্যামোকে মাত্র ৯ দিন বয়সে দত্তক দিয়ে দিতে বাধ্য হন তিনি। কিছুদিন পরই ম্যামোকে দত্তক নেওয়া পরিবারটি চলে যায় অস্ট্রেলিয়ায়।
পরবর্তী জীবনে আরও চার সন্তানের জন্ম দেন লিলিয়ান। তাদের মধ্যে সবচেয়ে বড় জুলি অ্যানসেলের বয়স যখন ১২ বছর, তখন তাঁর মা লিলিয়ান মারা যান। মৃত্যুর আগে তিনি অ্যানসেলকে বলে যান যে-তাঁর আরও এক বোন আছে, যাকে জন্মের পরপরই দত্তক দেওয়া হয়েছিল।
গণমাধ্যমকে অ্যানসেল জানান, সেই বয়সে মায়ের কথা তিনি ঠিকমতো বুঝতেই পারেননি। বছরের পর বছর কেটে গেলেও বিষয়টি নিয়ে তিনি কখনোই আর ভাবেননি।
এ অবস্থায় দুই বোনের হয়তো আর কখনোই দেখা হতো না, যদি না অ্যানসেলের পরিবারের একজন নিজেদের জাতিগত পরিচয় জানতে উদ্যোগী হতেন। এই উদ্দেশে গত বছর একটি ডিএনএ পরীক্ষার আয়োজন করা হয়। ফলাফলে দেখা যায়-জুলি অ্যানসেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করা জুলি ম্যামো নামে এক নারীর ডিএনএ ৯০ শতাংশ পর্যন্ত মিলে গেছে।
এ অবস্থায় ম্যামোর পরিচয় জানতে একটি মিশন শুরু অ্যানসেলের পরিবার। তাঁরা ফেসবুকে ম্যামোর মেয়ের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় দুই বোন তাঁদের অতীত যোগসূত্রের কথা একসময় জেনে যান।
বিষয়টি তাঁদের এতটাই বিস্মিত করে যে, কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় থাকা অন্য বোনের সঙ্গে দেখা করতে বিমানে চেপে বসেন অ্যানসেল। পরে ম্যামোকে নিয়ে তিনি যুক্তরাজ্যে ফেরেন।
চলতি মাসেই আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন ম্যামো। তবে দুই বোনই আশা করছেন—আগামী বছর ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে আবার দেখা হবে তাঁদের।
বর্তমানে তাঁরা আরেকটি ডিএনএ পরীক্ষায় অংশ নেবেন এটা দেখতে যে-তাঁদের বাবা একজনই ছিলেন কি-না।
দুই বোন। থাকেন পৃথিবীর দুই প্রান্তে। ৬০ বছর আগে তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। একে অপরের অস্তিত্বের কথা জানতে না তাঁদের কেউই। অবশেষে ডিএনএ পরীক্ষার সূত্র ধরে বোনের দেখা পেলেন বোন।
এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, দুই বোনের একজনের নাম জুলি ম্যামো। তার বয়স ৬৬ বছর। বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। ৬৪ বছর বয়সী অন্য বোনের নাম জুলি অ্যানসেল। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যের কেন্টে বসবাস করছেন।
জানা যায়, তাঁদের মা লিলিয়ান ফিশার ১৯৫৬ সালে মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের ডোভারে ম্যামোর জন্ম দিয়েছিলেন। কিন্তু অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ায় ম্যামোকে মাত্র ৯ দিন বয়সে দত্তক দিয়ে দিতে বাধ্য হন তিনি। কিছুদিন পরই ম্যামোকে দত্তক নেওয়া পরিবারটি চলে যায় অস্ট্রেলিয়ায়।
পরবর্তী জীবনে আরও চার সন্তানের জন্ম দেন লিলিয়ান। তাদের মধ্যে সবচেয়ে বড় জুলি অ্যানসেলের বয়স যখন ১২ বছর, তখন তাঁর মা লিলিয়ান মারা যান। মৃত্যুর আগে তিনি অ্যানসেলকে বলে যান যে-তাঁর আরও এক বোন আছে, যাকে জন্মের পরপরই দত্তক দেওয়া হয়েছিল।
গণমাধ্যমকে অ্যানসেল জানান, সেই বয়সে মায়ের কথা তিনি ঠিকমতো বুঝতেই পারেননি। বছরের পর বছর কেটে গেলেও বিষয়টি নিয়ে তিনি কখনোই আর ভাবেননি।
এ অবস্থায় দুই বোনের হয়তো আর কখনোই দেখা হতো না, যদি না অ্যানসেলের পরিবারের একজন নিজেদের জাতিগত পরিচয় জানতে উদ্যোগী হতেন। এই উদ্দেশে গত বছর একটি ডিএনএ পরীক্ষার আয়োজন করা হয়। ফলাফলে দেখা যায়-জুলি অ্যানসেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করা জুলি ম্যামো নামে এক নারীর ডিএনএ ৯০ শতাংশ পর্যন্ত মিলে গেছে।
এ অবস্থায় ম্যামোর পরিচয় জানতে একটি মিশন শুরু অ্যানসেলের পরিবার। তাঁরা ফেসবুকে ম্যামোর মেয়ের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় দুই বোন তাঁদের অতীত যোগসূত্রের কথা একসময় জেনে যান।
বিষয়টি তাঁদের এতটাই বিস্মিত করে যে, কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় থাকা অন্য বোনের সঙ্গে দেখা করতে বিমানে চেপে বসেন অ্যানসেল। পরে ম্যামোকে নিয়ে তিনি যুক্তরাজ্যে ফেরেন।
চলতি মাসেই আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন ম্যামো। তবে দুই বোনই আশা করছেন—আগামী বছর ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে আবার দেখা হবে তাঁদের।
বর্তমানে তাঁরা আরেকটি ডিএনএ পরীক্ষায় অংশ নেবেন এটা দেখতে যে-তাঁদের বাবা একজনই ছিলেন কি-না।
সম্প্রতি ইরানের এক শীর্ষ কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ-হোসেইন সাফফার-হারান্দি দাবি করেছেন, রাশিয়া আগেই ইসরায়েলের কাছ থেকে জানতে পেরেছিল যে, তারা ইরান সরকারের পতনের পরিকল্পনা করছে। তাঁর এই মন্তব্যে ইরানে রাশিয়ার ভূমিকাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, আগের মতো আর গান গাইছে না। এই নীরবতা বিজ্ঞানীদের উদ্বিগ্ন করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে সমুদ্রের তলদেশে বসানো একটি হাইড্রোফোনে (ধ্বনি সংগ্রাহক যন্ত্র) ছয় বছরেরও বেশি সময় ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নীল তিমির গানের পরিমাণ উল্লেখযোগ্যভা
১০ ঘণ্টা আগেইন্টেলের নতুন প্রধান নির্বাহী (সিইও) লিপ-বু তানের পদত্যাগ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তানকে ‘চরম বিরোধপূর্ণ’ একজন ব্যক্তি বলে অভিহিত করেছেন। চিনের বিভিন্ন কোম্পানির সঙ্গে তানের সম্পর্কের কারণে ইন্টেলের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প।
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের জেরে যখন ভারত-মার্কিন সম্পর্কে উত্তেজনা চলছে, ঠিক সেই সময়েই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে
১১ ঘণ্টা আগে