Ajker Patrika

পশ্চিমবঙ্গ ও আসাম বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১১: ১৭
পশ্চিমবঙ্গ ও আসাম বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে প্রথম দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৮ দফায় অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।

প্রথম পর্বে পশ্চিমবঙ্গের ৩০ ও আসামের ৪৭টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। প্রথম পর্বে পশ্চিমবঙ্গে ১৯১ এবং আসামে ২৬৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পশ্চিমবঙ্গে লড়াইটি হবে মূলত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির মধ্যে। আর আসাবে লড়বে ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেস-এআইইউডিএফ জোট।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১১ হাজার ৫৩৭ ভোট কেন্দ্রে নেওয়া হবে ভোট। মোট ভোটার ৮১ লাখ ৯ হাজার ৮১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ লাখ ৭৭ হাজার ২১০ জন, নারী ভোটার ৪০ লাখ ৩২ হাজার ৪৮১ জন।

ভোটকেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ভোটারদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। বাড়তি নিরাপত্তা হিসেবে পশ্চিমবঙ্গের ৫ জেলায় মোতায়েন করা হয়েছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

পশ্চিমবঙ্গের ৩০টি আসন হলো- পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, এগরা ও রামনগর। পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন দাঁতন, কেশিয়াড়ি, গড়বেতা, শালবনী, মেদিনীপুর ও খড়গপুর। ঝাড়গ্রাম জেলার ৪ কেন্দ্র বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামে। বাঁকুড়ার ৪ আসন রায়পুর, রানিবাঁধ, ছাতনা ও শালতোড়ায়। পুরুলিয়ার ৯টি কেন্দ্র- বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা ও রঘুনাথপুরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত