চেচনিয়ার কুখ্যাত নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত অ্যাডাম ডেলিমখানভ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও তার সহকর্মীরা এমন খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি করছেন-ডেলিমখানভ বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে চেচনিয়ার আধাসামরিক বাহিনী। ২০২২ সালে ইউক্রেনের মউরিপোল বন্দর দখল করার লাড়াইয়ে চেচেন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ডেলিমখানভ।
চলতি সপ্তাহের শুরুর দিকে ডেলিমখানভ বলেছিলেন-তিনি রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলের প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং এলাকাটিকে আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে ইউক্রেন থেকে ওই অঞ্চলটিতে হামলার ঘটনা ঘটছিল।
কিন্তু বুধবার তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে যায় ডেলিমখানভ ইউক্রেনের সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন।
এ অবস্থায় রাশিয়ার সরকারি সামরিক টিভি চ্যানেল জাভেজদা রুশ সংসদের নিম্নকক্ষের বরাত দিয়ে জানায়-ডেলিমখানভ জীবিত আছেন, তবে তিনি আহত হয়েছেন।
অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ঘোষণা দেন-তাঁর প্রিয় ভাইকে যিনি খুঁজে দেবেন তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এমনকি ইউক্রেনের গোয়েন্দাদের কাছেও সাহায্য কামনা করেন তিনি।
তবে এসব ঘটনার ধারাবাহিকতায় রুশ কর্মকর্তারা ডেলিমখানভের আহত হওয়ার খবরটি গুজব বলে দাবি করতে থাকেন। চেচনিয়ার আরেক এমপি দিমিত্রি কুজনেটসভ দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিনের উদ্ধৃতি দিয়ে জানান যে-তিনি এইমাত্র ডেলিমখানভের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।
এদিকে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়া আরেকজন শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভের ভাগ্য নিয়ে ক্রেমলিন এখনো কোনো মন্তব্য করেনি।
চেচনিয়ার কুখ্যাত নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত অ্যাডাম ডেলিমখানভ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও তার সহকর্মীরা এমন খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি করছেন-ডেলিমখানভ বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে চেচনিয়ার আধাসামরিক বাহিনী। ২০২২ সালে ইউক্রেনের মউরিপোল বন্দর দখল করার লাড়াইয়ে চেচেন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ডেলিমখানভ।
চলতি সপ্তাহের শুরুর দিকে ডেলিমখানভ বলেছিলেন-তিনি রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলের প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং এলাকাটিকে আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে ইউক্রেন থেকে ওই অঞ্চলটিতে হামলার ঘটনা ঘটছিল।
কিন্তু বুধবার তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে যায় ডেলিমখানভ ইউক্রেনের সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন।
এ অবস্থায় রাশিয়ার সরকারি সামরিক টিভি চ্যানেল জাভেজদা রুশ সংসদের নিম্নকক্ষের বরাত দিয়ে জানায়-ডেলিমখানভ জীবিত আছেন, তবে তিনি আহত হয়েছেন।
অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ঘোষণা দেন-তাঁর প্রিয় ভাইকে যিনি খুঁজে দেবেন তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এমনকি ইউক্রেনের গোয়েন্দাদের কাছেও সাহায্য কামনা করেন তিনি।
তবে এসব ঘটনার ধারাবাহিকতায় রুশ কর্মকর্তারা ডেলিমখানভের আহত হওয়ার খবরটি গুজব বলে দাবি করতে থাকেন। চেচনিয়ার আরেক এমপি দিমিত্রি কুজনেটসভ দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিনের উদ্ধৃতি দিয়ে জানান যে-তিনি এইমাত্র ডেলিমখানভের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।
এদিকে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়া আরেকজন শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভের ভাগ্য নিয়ে ক্রেমলিন এখনো কোনো মন্তব্য করেনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
২ ঘণ্টা আগেবাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৮ ঘণ্টা আগে