Ajker Patrika

ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনে নিহত প্রার্থীর স্থলাভিষিক্ত আন্দ্রেয়া গঞ্জালেজ

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৫: ১৮
ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনে নিহত প্রার্থীর স্থলাভিষিক্ত আন্দ্রেয়া গঞ্জালেজ

ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে হত্যাকাণ্ডের শিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিওর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তাঁরই দলের সদস্য আন্দ্রেয়া গঞ্জালেজ। তিনি ভিয়াভিসেনসিওর দল বিল্ড পার্টি থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের রোববার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে এক নির্বাচনী প্রচারাভিযানে ৫৯ বছর বয়সী ফের্নান্দো ভিয়াভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়। তাঁর হত্যাকাণ্ডের পর থেকেই কে তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তাই নিয়ে জল্পনা চলছিল। সেই সব কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আন্দ্রেয়াকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলো। 

আগামী ২০ আগস্ট ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তার মাত্র সাত দিন আগে আজ রোববার বিল্ড পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দ্রেয়ার প্রার্থিতার বিষয়টি ঘোষণা করে।

আন্দ্রেয়া গঞ্জালেজ রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন মুখ। তিনি পরিবেশবাদী আন্দোলনের সঙ্গে জড়িত থাকলেও অতীতে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেননি। আগামী নির্বাচনের জন্য ভিয়াভিসেনসিও তাঁর রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আন্দ্রেয়াকে বেছে নিয়েছিলেন।

এদিকে, নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানো হয়ে যাওয়ার ফলে আগামী নির্বাচনে যাঁরা ভিয়াভিসেনসিওকে ভোট দেবেন, তাঁদের ভোট আন্দ্রেয়ার বলে গণ্য হবে।

ইকুয়েডরের সাবেক এই আইনপ্রণেতা এবং সাংবাদিক আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে না থাকলে দেশটির মাদক চোরাচালান এবং মাদক ব্যবসায় নিয়ে সরব ছিলেন। তিনি একাধিকবার মাদক চোরাচালানের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। 

অন্যদিকে, ভিয়াভিসেনসিও হত্যাকাণ্ডের ঘটনায় ইকুয়েডরের পুলিশ ছয়জন কলম্বিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছে। তাঁরা সবাই একই অপরাধী গোষ্ঠীর সঙ্গে জড়িত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত