Ajker Patrika

সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বললেন প্রধানমন্ত্রী 

সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বললেন প্রধানমন্ত্রী 

আবারও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে। বিষয়টির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। দেশটির প্রধানমন্ত্রী অবিলম্বে বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বলেছেন। পাশাপাশি স্টকহোমে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকেও দেশে ডেকে পাঠিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আজ বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়ার নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে ইরাক ছাড়তে নির্দেশ দিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘পবিত্র কোরআন পোড়ানো, ইসলামের পবিত্র বিষয়কে অবমাননা এবং ইরাকি পতাকা পোড়ানোর জন্য সুইডিশ সরকারের বারবার অনুমতি দেওয়ার কারণে ইরাক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’ 

এদিকে স্টকহোমে আবারও মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী ইরাকের বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরে তারা এই হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। 

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাগদাদ দূতাবাসের সব কর্মী নিরাপদ ছিল। হামলার নিন্দা জানিয়ে দূতাবাসের নিরাপত্তার জন্য ইরাকি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। 

সুইডেনে দ্বিতীয়বার কোরআন পোড়ানোর ঘোষণা দিলে শিয়া ধর্মগুরু মুক্তাদা সদরের সমর্থকেরা প্রতিবাদে আজ বৃহস্পতিবারের বিক্ষোভের ডাক দিয়েছিল। সদরপন্থী টেলিগ্রাম গ্রুপের পোস্ট অনুসারে বিষয়টি জানা গেছে। 

সদর ইরাকের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব। গত গ্রীষ্মে তাঁর নির্দেশে কয়েক হাজার অনুসারী বাগদাদের গ্রিন জোন দখলে নিয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত