Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ছাড়াল

আপডেট : ০৩ জুন ২০২১, ০৯: ২৪
বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ছাড়াল

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসে দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। সারা বিশ্বে এখনো এ ভাইরাসে ৩৭ লাখ ৬ হাজার ৫৬১ জন মারা গেছেন।

এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ সংখ্যা প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এপর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে ১৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৪৭৪ জন।

বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪৩ জন, কলকাতায় ৩৮ জন ও হাওড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকটি জেলায় মৃত্যু হয়েছে করোনা রোগীর।

করোনায় মোট মৃত্যুর হিসেবে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ লাখ ৬ হাজার ১৬৬ জন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ব্রাজিল ও ভারত।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল ৪১ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৯৪ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। গতকাল এই সংখ্যা ছিল ১ হাজার ৭৬৫ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত