Ajker Patrika

পুতিন বললেন পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না, আলোচনার আহ্বান বাইডেনের

পুতিন বললেন পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না, আলোচনার আহ্বান বাইডেনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক যুদ্ধ শুরু হলে কেউই তা জিতবে না। এমন যুদ্ধ কখনোই শুরু করাও উচিত হবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন পরমাণু অস্ত্র চুক্তির বিষয়ে আলোচনার বসতে প্রস্তুত। তিনি রাশিয়া ও চীনের প্রতি আলোচনায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার জাতিসংঘে আয়োজিত পরমাণু অস্ত্রের বিস্তাররোধী সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে পুতিন এই কথা বলেন। পুতিন তাঁর চিঠিতে লিখেন, ‘আমাদের এই সত্য মেনে নিয়েই এগিয়ে যেতে হবে যে—পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না এবং এই ধরনের যুদ্ধে জড়িয়ে পড়া কখনোই উচিত হবে না। আমাদের সবাইকে বিশ্ব সম্প্রদায়ের অবিভাজিত নিরাপত্তার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ 

পুতিন রাশিয়ার সঙ্গে শত্রুতার পরিণাম ভালো হবে না উল্লেখ করে বলেন, ‘যারা আমাদের এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত করবে তাদের জানা থাকা উচিত—রাশিয়ার জবাব হবে তাৎক্ষণিক। এবং এর পরিণতি হবে এতটাই ভয়াবহ যে, যার মুখোমুখি তার আরা কখনোই হয়নি।’ 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর থেকেই বিশ্বজুড়ে একটি পারমাণবিক অস্ত্রের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় পুতিনের এই বক্তব্য কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। 

জাতিসংঘে আয়োজিত পরমাণু অস্ত্রের বিস্তাররোধী সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া এবং চীনের প্রতি পরমাণু অস্ত্রের বিস্তার রোধে আলোচনায় বসার আহ্বান জানান। চীনের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘এই ধরনের আলোচনা ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং সামরিক গতিশীলতা অস্থিতিশীল করার যেসব ঝুঁকি রয়েছে তা কমিয়ে আনতে সাহায্য করবে।’ 

উল্লেখ্য, কোভিড–১৯ মহামারির কারণে প্রায় ২ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর এই প্রথম বিশ্ব নেতৃবৃন্দ পরমাণু অস্ত্রের বিস্তাররোধী এই সম্মেলনের ১০ম পর্যালোচনা সম্মেলনে উপস্থিত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত