অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্টাস কর্মীদের পোশাক নীতিতে এনেছে পরিবর্তন। নতুন নীতি অনুযায়ী, পুরুষ কর্মীরা চাইলে মেক-আপ করতে ও লম্বা চুল রাখতে পারবেন। কর্মক্ষেত্রে নারী কর্মীদের জন্যও মেক-আপ ও হিল পরা আর বাধ্যতামূলক নয়।
গত বছর অস্ট্রেলিয়ার একটি ট্রেড ইউনিয়ন কান্টাসকে পোশাকনীতি পরিবর্তনের জন্য অনুরোধ করে আসছিল। এদিকে ভার্জিন আটলান্টিক লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি চালুর পর অন্য সম্মুখ সারির এয়ারলাইনগুলোও তাদের পোশাকনীতি শিথিল করে। এরপর কান্টাস এমন সিদ্ধান্ত নিল।
কান্টাসের নতুন পোশাকনীতির মধ্য রয়েছে—পুরুষেরা ফ্ল্যাট জুতা ও নারী-পুরুষ উভয়ে একই ধরনের অলংকার পরিধান করতে পারবেন। এমনকি বড় ঘড়িও পরতে পারবেন তাঁরা। পাইলট ও যাত্রী সেবকেরাসহ বিমানের সব কর্মী লম্বা চুল ও ঝুঁটি করতে পারবেন।
আজ শুক্রবার কান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্যাশন পরিবর্তনশীল, তাই আমাদের ফ্যাশন গাইডলাইনও একই। আমরা বিমানের পোশাকনীতিতে এমন বৈচিত্র্য আনতে পেরে গর্বিত। নতুন এই নিয়ম কান্টাসের বাজেট এয়ারলাইন জেস্টার থেকে কার্যকর হবে।’
কান্টাসের পোশাকনীতি পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসা অস্ট্রেলিয়ার সার্ভিস ইউনিয়নের (এএসইউ) নেতা ইমোজেন স্টারনি বলেছেন, এই পরিবর্তন শ্রমিকদের জন্য এক বড় বিজয়।
স্টারনি বিবিসিকে বলেন, কিছু পোশাকনীতি ছিল হাস্যকর। যেমন মেকআপ স্টাইল গাইড এবং পুরুষদের চেয়ে নারীদের ছোট ঘড়ি পরার নীতি।
যাই হোক, নতুন নীতির অধীনেও কান্টাস কর্মীদের ট্যাটু ঢেকে রাখতে হবে। স্কার্টের সঙ্গে আঁটসাঁট পোশাক বা স্টকিংস পরা যাবে কি না, সেসব বিষয়ে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে।
এদিকে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যভিত্তিক ভার্জিন আটলান্টিক এয়ারলাইন লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। তবে কাতার বিশ্বকাপে যুক্তরাজ্যর ফুটবল দলের ফ্লাইটে এই নীতি কার্যকর করা হয়নি, যা নিয়ে সমালোচনা হয়েছিল। এ সময় ভার্জিন আটলান্টিক বলেছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নীতিকে স্বাগত জানিয়েছে।
এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ড বিমানের কর্মীদের ট্যাটু প্রদর্শনে নিষেধাজ্ঞা বাতিল করেছিল, যা কর্মীদের ব্যক্তিগত রুচি ও সংস্কৃতি প্রদর্শনে স্বাধীনতা দেয়। কেননা, শরীরে ট্যাটু করা দেশটির মাওরি নৃগোষ্ঠীর সংস্কৃতির অংশ।
অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্টাস কর্মীদের পোশাক নীতিতে এনেছে পরিবর্তন। নতুন নীতি অনুযায়ী, পুরুষ কর্মীরা চাইলে মেক-আপ করতে ও লম্বা চুল রাখতে পারবেন। কর্মক্ষেত্রে নারী কর্মীদের জন্যও মেক-আপ ও হিল পরা আর বাধ্যতামূলক নয়।
গত বছর অস্ট্রেলিয়ার একটি ট্রেড ইউনিয়ন কান্টাসকে পোশাকনীতি পরিবর্তনের জন্য অনুরোধ করে আসছিল। এদিকে ভার্জিন আটলান্টিক লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি চালুর পর অন্য সম্মুখ সারির এয়ারলাইনগুলোও তাদের পোশাকনীতি শিথিল করে। এরপর কান্টাস এমন সিদ্ধান্ত নিল।
কান্টাসের নতুন পোশাকনীতির মধ্য রয়েছে—পুরুষেরা ফ্ল্যাট জুতা ও নারী-পুরুষ উভয়ে একই ধরনের অলংকার পরিধান করতে পারবেন। এমনকি বড় ঘড়িও পরতে পারবেন তাঁরা। পাইলট ও যাত্রী সেবকেরাসহ বিমানের সব কর্মী লম্বা চুল ও ঝুঁটি করতে পারবেন।
আজ শুক্রবার কান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্যাশন পরিবর্তনশীল, তাই আমাদের ফ্যাশন গাইডলাইনও একই। আমরা বিমানের পোশাকনীতিতে এমন বৈচিত্র্য আনতে পেরে গর্বিত। নতুন এই নিয়ম কান্টাসের বাজেট এয়ারলাইন জেস্টার থেকে কার্যকর হবে।’
কান্টাসের পোশাকনীতি পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসা অস্ট্রেলিয়ার সার্ভিস ইউনিয়নের (এএসইউ) নেতা ইমোজেন স্টারনি বলেছেন, এই পরিবর্তন শ্রমিকদের জন্য এক বড় বিজয়।
স্টারনি বিবিসিকে বলেন, কিছু পোশাকনীতি ছিল হাস্যকর। যেমন মেকআপ স্টাইল গাইড এবং পুরুষদের চেয়ে নারীদের ছোট ঘড়ি পরার নীতি।
যাই হোক, নতুন নীতির অধীনেও কান্টাস কর্মীদের ট্যাটু ঢেকে রাখতে হবে। স্কার্টের সঙ্গে আঁটসাঁট পোশাক বা স্টকিংস পরা যাবে কি না, সেসব বিষয়ে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে।
এদিকে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যভিত্তিক ভার্জিন আটলান্টিক এয়ারলাইন লিঙ্গ নিরপেক্ষ পোশাকনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। তবে কাতার বিশ্বকাপে যুক্তরাজ্যর ফুটবল দলের ফ্লাইটে এই নীতি কার্যকর করা হয়নি, যা নিয়ে সমালোচনা হয়েছিল। এ সময় ভার্জিন আটলান্টিক বলেছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নীতিকে স্বাগত জানিয়েছে।
এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ড বিমানের কর্মীদের ট্যাটু প্রদর্শনে নিষেধাজ্ঞা বাতিল করেছিল, যা কর্মীদের ব্যক্তিগত রুচি ও সংস্কৃতি প্রদর্শনে স্বাধীনতা দেয়। কেননা, শরীরে ট্যাটু করা দেশটির মাওরি নৃগোষ্ঠীর সংস্কৃতির অংশ।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১৬ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে