Ajker Patrika

ওমিক্রনের বিরুদ্ধে করোনা টিকার কাজ করা উচিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
ওমিক্রনের বিরুদ্ধে করোনা টিকার কাজ করা উচিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে টিকাগুলোর কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা। সংস্থাটির পক্ষ থেকে এমন এক সময়ে এই মন্তব্য করা হলো, যখন দক্ষিণ আফ্রিকার একটি গবেষণায় বলা হচ্ছে যে, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ফাইজারের টিকার সুরক্ষা আংশিকভাবে এড়িয়ে যেতে পারে। 

কর্মকর্তা ড. মাইক রায়ান বার্তা সংস্থা এএফপিকে জানান, করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন কোভিড টিকার সুরক্ষা বা কার্যকারিতা নষ্ট করে দিতে পারে, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। 

তিনি বলেন, `আমাদের কাছে অত্যন্ত কার্যকর ভ্যাকসিন রয়েছে, যা এখনো পর্যন্ত সমস্ত ধরনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। ওমিক্রনের বিরুদ্ধে এসব টিকা কার্যকর হবে না, এমনটি মনে করার কোনো কারণ নেই।'

রায়ান জানান, প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে যে ডেলটা বা করোনার অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনে মানুষ বেশি অসুস্থ হচ্ছে না। যদি কেউ অসুস্থ হয়েও থাকে, তাহলেও তাদের সেই অসুস্থতার তীব্রতা কম।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ধরন শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরন শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার এই নতুন ধরন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত