Ajker Patrika

ফাইজারের ভ্যাকসিন ১০০% কার্যকর

ফাইজারের ভ্যাকসিন ১০০% কার্যকর

ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ১২-১৫ বছরের শিশুদের ওপর ১০০ শতাংশ কার্যকর ও নিরাপদ। আজ বুধবার কোম্পানি দুটি এ কথা জানিয়েছে। 

ফাইজারের প্রতিবেদনে বলা হয়েছে, ১২-১৫ বছরের ২ হাজার ২৬০টি শিশুর দেহে এই ভ্যাকসিন ট্রায়াল চালানো হয়। এই ট্রায়ালে শতভাগ কার্যকর ফল পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, মোট ২ হাজার ২৬০ শিশুর মধ্যে ১ হাজার ১২৯ টিকে প্লাসিবো দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১৮টি করোনা পজিটিভ হয়। ভ্যাকসিন পাওয়া বাকি ১ হাজার ১৩১ শিশুর একটিও করোনা আক্রান্ত হয়নি।

ফাইজার বলেছে, ১৬-২৫ বছর বয়সীদের মধ্যে ট্রায়াল দেওয়ার সময় যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়েছিল, তেমন সমস্যা শিশুদের ক্ষেত্রেও দেখা গেছে। তবে তা সহনীয় বলেও জানিয়েছে ফাইজার। দেহের যেখানে সিরিঞ্জের সূচ প্রবেশ করানো হয়েছে সেখানে সামান্য ব্যথা, জ্বর, মাথাব্যথার মতো মৃদু সমস্যা দেখা গেছে।

ফাইজারের নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা বলেছেন, শিশুদের জন্য এই ভ্যাকসিন প্রয়োগের জরুরি অনুমোদন পেতে আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের (এফডিএ) কাছে এই পরীক্ষার তথ্য-উপাত্ত জমা দেওয়া হবে।  

টেক্সাক্স শিশু হাসপাতালের ভ্যাকসিন উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ডা. পিটার হোটেজ বলেন, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া ছাড়াও স্কুল খুলে দেওয়া যেতে পারে। তবে ভ্যাকসিন দিলে ভালো।

 

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত