Ajker Patrika

এবার গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১০: ৫৪
এবার গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা

ঔপনিবেশিক যুগের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সু চির বিরুদ্ধে এই মামলাটি করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সু চির বিরুদ্ধে এখন পর্যন্ত  করা মামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে গুরুতর। এই মামলায় দোষী সাব্যস্থ হলে সু চির ১৪ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে তাঁর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর অং সান সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর দাবি, গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতি করে জয় পেয়েছে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। সেনা অভ্যুত্থানের পর থেকে উত্তাল হয়ে উঠেছে মিয়ানমার। দেশটিতে সেনাবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর থেকে এখনও জনসম্মুখে আসেননি সু চি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত