Ajker Patrika

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জাতিসংঘ যা বলল

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ২১: ৫৫
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জাতিসংঘ যা বলল

কোটা সংস্কারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন ঠেকাতে কঠোর হয়েছে সরকারও। এই অবস্থায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছে জাতিসংঘ। শান্তিপূর্ণ প্রতিবাদ মানুষের মৌলিক মানবাধিকার উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ওই আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন ডুজারিক। এর আগে ব্রিফিংয়ের সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল—আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনাটি জাতিসংঘের মহাসচিব অবগত আছেন কি না।

জবাবে ডুজারিক বলেন, ‘হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে জানি। উদ্বেগের সঙ্গেই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে বলে আমি মনে করি।’

ডুজারিক আরও বলেন, ‘যেকোনো ধরনের হুমকি এবং সংঘাত থেকে প্রতিবাদকারীদের সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।’

শান্তিপূর্ণ প্রতিবাদ মানুষের মৌলিক মানবাধিকার স্মরণ করিয়ে দিয়ে ডুজারিক বলেন, ‘বাংলাদেশ সরকারের উচিত এই অধিকার নিশ্চিত করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত