Ajker Patrika

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৬: ৪০
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন—ক্যারোলিন আর. বের্তোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস। স্থানীয় সময় আজ বুধবার স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ তিনজনের নাম ঘোষণা করে।

চলতি বছরের নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছে কঠিন একটি রাসায়নিক প্রক্রিয়াকে সহজ করার জন্য। ব্যারি শার্পলেস এবং মর্টেন মেলডাল যৌথভাবে কার্যকরী ‘ক্লিক কেমিস্ট্রির’ ভিত্তি স্থাপন করেছেন। যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো খুব দ্রুত এবং কার্যকরভাবে সংযুক্ত হয়। অপরদিকে ক্যারোলিন বের্তোজি জীবিত কোষে ক্লিক কেমিস্ট্রির ব্যবহার শুরু করে একে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন। 

মার্কিন বিজ্ঞানী ক্যারোলিন আর. বের্তোজি, ডেনমার্কের বিজ্ঞানী মর্টেন মেলডাল এবং মার্কিন বিজ্ঞানী ব্যারি শার্পলেস প্রত্যেকে নোবেল পুরস্কারের তিন ভাগের এক ভাগ করে পাবেন।

রসায়নে নোবেল পুরস্কার চালুর পর থেকে এখন চলতি বছর পর্যন্ত ১১৪ বার পুরস্কারটি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রসায়নে নোবেল পেয়েছেন ১৯১ জন। নোবেল বিজয়ীদের মধ্যে মাত্র ৮ নারী এবং তাদের একজন হলেন ক্যারোলিন আর. বের্তোজি। 

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত পদার্থ এবং চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ীরা হলেন—অ্যালাইন আসপেক্ট, জন এফ ক্লসার এবং আন্তন জেলিঙ্গার। চিকিৎসায় নোবেল জিতেছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত