Ajker Patrika

কানাডায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, ৬ জনের মৃত্যুর শঙ্কা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২: ০৫
কানাডায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, ৬ জনের মৃত্যুর শঙ্কা

কানাডার অটোয়ায় একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভবনটিতে উদ্ধারকাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
 
অটোয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়, অটোয়ার নেপিয়ানে বৃহস্পতিবার বিকেলে বিস্ফোরণের পর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটিতে থাকা আরও পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চলছে। 

পুলিশ জানায়, নিখোঁজদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। ধারণা করা হচ্ছে, তাঁদের আর জীবিত উদ্ধার করা সম্ভব নয়। 

 স্থানীয় পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, হাসপাতালে ভর্তি পর একজন মারা গেছেন। আরেকজনের অবস্থায়ও গুরুতর। তবে আহত একজনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

 কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভবনটি ট্যাংক ট্রাক প্রস্তুতকারী কোম্পানি ইস্টওয়ে ট্যাংক পাম্প অ্যান্ড মিটার লিমিটেডের। রয়টার্স গতকাল শুক্রবার ফোন করলেও কোম্পানিটির কাছ থেকে কোনো সাড়া পায়নি। 

 ভবনে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন অটোয়ার মেয়র জিব ওয়াটসন। 

 বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে অটোয়ার মেয়র অফিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত