করোনার উৎস নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটি বলছে, বিশেজ্ঞদের অনুমান এটি প্রাণি থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে। তবে করোনার উৎস জানতে আরও তদন্ত প্রয়োজন।
কিন্তু এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কম এবং সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে মধ্যবর্তী কোনো প্রাণীর মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়েছে।
সংস্থাটির পরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, করোনা সংক্রমণের বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
তদন্ত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, সারস-কোভ -২ ভাইরাসের উৎস নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞের গবেষণাটি উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। এটির সম্পূর্ণ হওয়ার জন্য প্রকৃত তথ্য, নমুনাও কম ছিল। এ প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে আমরা সবাই সন্দেহ প্রকাশ করছি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরায়েল, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্যের স্বাক্ষর রয়েছে।
করোনার উৎস তদন্তে ২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে শুরুর দিকের তথ্য তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও তদন্ত প্রয়োজন এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ওই ১৪ দেশ। পাশাপাশি আরও দ্রুত স্বচ্ছভাবে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন তারা।
সূত্র: রয়টার্স ও বিবিসি
করোনার উৎস নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটি বলছে, বিশেজ্ঞদের অনুমান এটি প্রাণি থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে। তবে করোনার উৎস জানতে আরও তদন্ত প্রয়োজন।
কিন্তু এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কম এবং সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে মধ্যবর্তী কোনো প্রাণীর মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়েছে।
সংস্থাটির পরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, করোনা সংক্রমণের বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
তদন্ত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, সারস-কোভ -২ ভাইরাসের উৎস নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞের গবেষণাটি উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। এটির সম্পূর্ণ হওয়ার জন্য প্রকৃত তথ্য, নমুনাও কম ছিল। এ প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে আমরা সবাই সন্দেহ প্রকাশ করছি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরায়েল, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্যের স্বাক্ষর রয়েছে।
করোনার উৎস তদন্তে ২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে শুরুর দিকের তথ্য তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও তদন্ত প্রয়োজন এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ওই ১৪ দেশ। পাশাপাশি আরও দ্রুত স্বচ্ছভাবে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন তারা।
সূত্র: রয়টার্স ও বিবিসি
পাকিস্তানের কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তাঁর দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান।
৩৯ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন শারার প্রতি। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন, যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায়। গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময়...
৩ ঘণ্টা আগেভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
৫ ঘণ্টা আগে