Ajker Patrika

পাকিস্তান বনাম ভারত: কোন দেশের পারমাণবিক অস্ত্র বেশি 

আপডেট : ১৮ জুন ২০২৪, ১২: ৪০
পাকিস্তান বনাম ভারত: কোন দেশের পারমাণবিক অস্ত্র বেশি 

বিশ্বে পারমাণবিক অস্ত্রধর দেশের সংখ্যা ৯। এর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৫০০ পারমাণবিক অস্ত্র নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন। ভারতীয় উপমহাদেশের দুই দেশ—ভারত ও পাকিস্তানের কাছে খুব বেশি পারমাণবিক অস্ত্র না থাকলেও যা আছে সেটা নেহাত কম না।

গতকাল সোমবার পারমাণবিক অস্ত্রের বিষয়াদি নিয়ে কাজ করা সুইডিশ থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্রভান্ডার আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এসআইপিআরআইর তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি নাগাদ বিশ্বে বর্তমানে ১২ হাজার ১২১টি পারমাণবিক অস্ত্র আছে বলে জানা গেছে, যার মধ্যে ৯ হাজার ৫৮৫টি ব্যবহারযোগ্য। এর মধ্যে ৩ হাজার ৯০৪টি পারমাণবিক অস্ত্র বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র যুক্ত করা আছে। যেগুলো যেকোনো সময় হামলা চালাতে সক্ষম।

 
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তার মধ্যে ৯০ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। রাশিয়ার কাছে আছে ৪ হাজার ৩৮০টি অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের আছে ৩ হাজার ৭০৮টি অস্ত্র। অনুমান করা হয়, ব্রিটেনের কাছে আছে ২২৫টি পারমাণবিক অস্ত্র ও ফ্রান্সের কাছে ২৯০টি অস্ত্র।

ভারতীয় উপমহাদেশে পারমাণবিক অস্ত্রের মজুত আছে দুটি দেশের কাছে। দেশগুলো হলো—ভারত ও পাকিস্তান। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ১৭০টি। বিপরীতে ভারতের কাছে আছে ১৭২টি। অর্থাৎ, ভারতের কাছে দুটি পারমাণবিক অস্ত্র বেশি আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত