অনলাইন ডেস্ক
মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর দল গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জিতেছে। ফলে জোট সরকার হলেও কার্নির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিতই বলা যায়। এই রাজনীতিবিদ কর্মজীবন শুরু করেছিলেন অর্থনীতিবিদ হিসেবে। তিনি কর্মজীবনে ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক অব কানাডার কেন্দ্রীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
মার্ক কার্নি
কার্নি ২০০৮-২০১৩ পর্যন্ত তিনি কানাডার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। বৈশ্বিক আর্থিক সংকটের সময় দক্ষ নেতৃত্বের জন্য তিনি বিশেষ প্রশংসিত। তাঁর সময়কালেই কানাডা তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনীতির উদাহরণ হয়ে ওঠে। এরপর ২০১৩-২০২০ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ব্যাংকটির প্রথম বিদেশি গভর্নর। ব্রেক্সিটের সময় যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। মোট কথা, মার্ক কার্নি তাঁর সময়কালে স্থিতিশীলতা, বাজার আস্থা এবং নীতিনির্ধারণে দৃঢ় নেতৃত্বের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত হয়ে ওঠেন।
মারিও দ্রাঘি
মারিও দ্রাঘি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। পরে তিনি ইতালির প্রধানমন্ত্রী হন। তিনি ইতালির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবেও কাজ করেছেন। ২০২১ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তাঁর সরকার করোনাভাইরাস সংকট ও অর্থনৈতিক মন্দা থেকে ইতালিকে বের করে আনার চেষ্টা করে। ধীরস্থির নেতৃত্বের জন্য তিনি প্রশংসা পান। ২০২২ সালে তাঁর বিস্তৃত জাতীয় জোট ভেঙে গেলে তিনি পদত্যাগ করেন।
কার্লো আজেলিও চাম্পি
চাম্পি ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইতালির প্রেসিডেন্ট ছিলেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যাংক অব ইতালির নেতৃত্ব দেন। ১৯৯০-এর দশকে দুর্নীতির কেলেঙ্কারির অন্ধকার সময়ে তিনি দেশকে পথ দেখাতে সাহায্য করেন। ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের তিনি বোঝাতে সক্ষম হন যে, দেশটির অর্থনীতি ইউরোর জন্য উপযুক্ত। ২০১৬ সালে তিনি মারা যান।
মনমোহন সিং
মনমোহন সিং প্রথম শিখ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন, যা বিরল। ভারতের অর্থনীতিকে অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং কোটি কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব তাঁকে দেওয়া হয়।
একজন সুপরিচিত ও সর্বজনগ্রাহ্য অর্থনীতিবিদ হিসেবে মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হন। পরে ১৯৯১ সালে তাঁকে অর্থমন্ত্রী করা হয়। ১৯৯৬ সাল পর্যন্ত তাঁর কার্যকালে সিং এমন সংস্কারের কার্যক্রম পরিচালনা করেন ভারতের অর্থনীতিকে ভয়াবহ ব্যালেন্স অব পেমেন্টস সংকট তথা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। ২০২৪ সালে তিনি মারা যান।
কোরেকিয়ো তাকাহাশি
আধুনিক ইতিহাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে দেশের প্রধানের দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি ধরা হয় কোরেকিয়ো তাকাহাশিকে। তিনি ১৯২১ থেকে ১৯২২ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯১১-১৯১৩ সালে জাপানের কেন্দ্রীয় ব্যাংক অব জাপানের গভর্নর হিসেবে কাজ করেন।
আরও খবর পড়ুন:
মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর দল গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জিতেছে। ফলে জোট সরকার হলেও কার্নির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিতই বলা যায়। এই রাজনীতিবিদ কর্মজীবন শুরু করেছিলেন অর্থনীতিবিদ হিসেবে। তিনি কর্মজীবনে ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক অব কানাডার কেন্দ্রীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
মার্ক কার্নি
কার্নি ২০০৮-২০১৩ পর্যন্ত তিনি কানাডার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। বৈশ্বিক আর্থিক সংকটের সময় দক্ষ নেতৃত্বের জন্য তিনি বিশেষ প্রশংসিত। তাঁর সময়কালেই কানাডা তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনীতির উদাহরণ হয়ে ওঠে। এরপর ২০১৩-২০২০ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ব্যাংকটির প্রথম বিদেশি গভর্নর। ব্রেক্সিটের সময় যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। মোট কথা, মার্ক কার্নি তাঁর সময়কালে স্থিতিশীলতা, বাজার আস্থা এবং নীতিনির্ধারণে দৃঢ় নেতৃত্বের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত হয়ে ওঠেন।
মারিও দ্রাঘি
মারিও দ্রাঘি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। পরে তিনি ইতালির প্রধানমন্ত্রী হন। তিনি ইতালির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবেও কাজ করেছেন। ২০২১ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তাঁর সরকার করোনাভাইরাস সংকট ও অর্থনৈতিক মন্দা থেকে ইতালিকে বের করে আনার চেষ্টা করে। ধীরস্থির নেতৃত্বের জন্য তিনি প্রশংসা পান। ২০২২ সালে তাঁর বিস্তৃত জাতীয় জোট ভেঙে গেলে তিনি পদত্যাগ করেন।
কার্লো আজেলিও চাম্পি
চাম্পি ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইতালির প্রেসিডেন্ট ছিলেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যাংক অব ইতালির নেতৃত্ব দেন। ১৯৯০-এর দশকে দুর্নীতির কেলেঙ্কারির অন্ধকার সময়ে তিনি দেশকে পথ দেখাতে সাহায্য করেন। ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের তিনি বোঝাতে সক্ষম হন যে, দেশটির অর্থনীতি ইউরোর জন্য উপযুক্ত। ২০১৬ সালে তিনি মারা যান।
মনমোহন সিং
মনমোহন সিং প্রথম শিখ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন, যা বিরল। ভারতের অর্থনীতিকে অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং কোটি কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব তাঁকে দেওয়া হয়।
একজন সুপরিচিত ও সর্বজনগ্রাহ্য অর্থনীতিবিদ হিসেবে মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হন। পরে ১৯৯১ সালে তাঁকে অর্থমন্ত্রী করা হয়। ১৯৯৬ সাল পর্যন্ত তাঁর কার্যকালে সিং এমন সংস্কারের কার্যক্রম পরিচালনা করেন ভারতের অর্থনীতিকে ভয়াবহ ব্যালেন্স অব পেমেন্টস সংকট তথা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। ২০২৪ সালে তিনি মারা যান।
কোরেকিয়ো তাকাহাশি
আধুনিক ইতিহাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে দেশের প্রধানের দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি ধরা হয় কোরেকিয়ো তাকাহাশিকে। তিনি ১৯২১ থেকে ১৯২২ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯১১-১৯১৩ সালে জাপানের কেন্দ্রীয় ব্যাংক অব জাপানের গভর্নর হিসেবে কাজ করেন।
আরও খবর পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে