নাইজেরিয়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে। দেশটির ১০ রাজ্য মিলে গতকাল বুধবার নতুন ৮৯ জন রোগী শনাক্তের পর এ সংখ্যা দাঁড়াল। গতরাতে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এ তথ্য প্রকাশ করেছে।
নাইজেরিয়ার গণমাধ্যম প্রিমিয়াম টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনা সংক্রমণ কম ছিল। কিন্তু, এর পর থেকে সংক্রমণ বাড়ছে। বুধবার ৮৯ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা মোট ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে।
তবে, গত চার সপ্তাহ ধরে নাইজেরিয়ায় করোনা শনাক্ত হওয়াদের মৃত্যু উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। প্রায় তিন সপ্তাহের মধ্যে কেবল তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে করোনায় দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬১।
নাইজেরিয়ার কোভিড-১৯ সংক্রমিতদের দুই-তৃতীয়াংশ লোক চিকিৎসার পরে সুস্থ হয়েছে। এনসিডিসির তথ্য অনুসারে, বর্তমানে প্রায় আট হাজার রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ায় প্রথম করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশটিতে ১৮ লাখ লোকের নমুনা পরীক্ষা করে এ শনাক্ত দাঁড়ায়।
টিকা-
জাতীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন সংস্থার বরাত দিয়ে প্রিমিয়াম টাইমস লিখেছে, গত ২৩শে মার্চ ডাব্লিউইচও নেতৃত্বাধীন কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে নাইজেরিয়াকে ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হয়। দেশটিতে ৫ মার্চ থেকে টিকা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ লাখ নাইজেরিয়ার নাগরিক টিকা গ্রহণ করেছে।
বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকের পাশাপাশি সাধারণ মানুষও টিকা পাচ্ছেন। এ টিকা প্রয়োগে নাইজেরিয়ার নাগরিকদের শরীরে গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।
নাইজেরিয়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে। দেশটির ১০ রাজ্য মিলে গতকাল বুধবার নতুন ৮৯ জন রোগী শনাক্তের পর এ সংখ্যা দাঁড়াল। গতরাতে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এ তথ্য প্রকাশ করেছে।
নাইজেরিয়ার গণমাধ্যম প্রিমিয়াম টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনা সংক্রমণ কম ছিল। কিন্তু, এর পর থেকে সংক্রমণ বাড়ছে। বুধবার ৮৯ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা মোট ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে।
তবে, গত চার সপ্তাহ ধরে নাইজেরিয়ায় করোনা শনাক্ত হওয়াদের মৃত্যু উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। প্রায় তিন সপ্তাহের মধ্যে কেবল তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে করোনায় দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬১।
নাইজেরিয়ার কোভিড-১৯ সংক্রমিতদের দুই-তৃতীয়াংশ লোক চিকিৎসার পরে সুস্থ হয়েছে। এনসিডিসির তথ্য অনুসারে, বর্তমানে প্রায় আট হাজার রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ায় প্রথম করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশটিতে ১৮ লাখ লোকের নমুনা পরীক্ষা করে এ শনাক্ত দাঁড়ায়।
টিকা-
জাতীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন সংস্থার বরাত দিয়ে প্রিমিয়াম টাইমস লিখেছে, গত ২৩শে মার্চ ডাব্লিউইচও নেতৃত্বাধীন কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে নাইজেরিয়াকে ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হয়। দেশটিতে ৫ মার্চ থেকে টিকা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ লাখ নাইজেরিয়ার নাগরিক টিকা গ্রহণ করেছে।
বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকের পাশাপাশি সাধারণ মানুষও টিকা পাচ্ছেন। এ টিকা প্রয়োগে নাইজেরিয়ার নাগরিকদের শরীরে গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে