দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান ট্যাক্সি ও মিনিবাস ধর্মঘটে সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার কেপটাউন কর্তৃপক্ষবিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহের বৃহস্পতিবার সাত দিনের জন্য আঞ্চলিক ধর্মঘট ডাকে দ্য সাউথ আফ্রিকান ন্যাশনাল ট্যাক্সি কাউন্সিল (স্যান্টাকো)। নতুন পৌর আইনের আওতায় স্থানীয় কর্তৃপক্ষকে লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানোর অভিযোগে যানবাহন বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়ার পর মূলত এই আন্দোলনের সূত্রপাত হয়।
পরে নতুন আইনের সূত্র ধরে কেপটাউনে গত সপ্তাহ থেকে পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করা শুরু করলে ট্যাক্সি ও মিনিবাসের চালকেরা ক্ষুব্ধ হন। পরে তাঁরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে একাধিক বাস ও গাড়ি পুড়িয়ে দেন। এ ছাড়া পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন।
দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী ভেকি সেলে পাঁচ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। তাঁকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। ভেকি সেলে জানান, এই হত্যাকাণ্ডসহ সব মৃত্যুর তদন্ত করা হবে। তিনি জানান, জনগণের সম্পত্তি লুটপাট ও ক্ষতিগ্রস্ত করায় এখন পর্যন্ত ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেপটাউন সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধর্মঘট শহরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। বিশেষ করে যাতায়াত ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তবে শহরের মেয়র গর্ডন হিল লেভিস কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না উল্লেখ করে বলেন, ‘এই কেপটাউনে সহিংসতাকে কোনো ধরনের আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে সহ্য করা হবে না। আমরা স্যান্টাকোর প্রতি আহ্বান জানাব তাঁরা আবারও শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে ফিরে আসুক।
তবে স্যান্টাকো জানিয়েছে, তারা কোনো ধরনের সহিংসতার সঙ্গে যুক্ত নয়। যাঁরা সহিংসতা চালিয়েছেন, তাঁরা স্যান্টাকোর সদস্যও নন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান ট্যাক্সি ও মিনিবাস ধর্মঘটে সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার কেপটাউন কর্তৃপক্ষবিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহের বৃহস্পতিবার সাত দিনের জন্য আঞ্চলিক ধর্মঘট ডাকে দ্য সাউথ আফ্রিকান ন্যাশনাল ট্যাক্সি কাউন্সিল (স্যান্টাকো)। নতুন পৌর আইনের আওতায় স্থানীয় কর্তৃপক্ষকে লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানোর অভিযোগে যানবাহন বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়ার পর মূলত এই আন্দোলনের সূত্রপাত হয়।
পরে নতুন আইনের সূত্র ধরে কেপটাউনে গত সপ্তাহ থেকে পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করা শুরু করলে ট্যাক্সি ও মিনিবাসের চালকেরা ক্ষুব্ধ হন। পরে তাঁরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে একাধিক বাস ও গাড়ি পুড়িয়ে দেন। এ ছাড়া পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন।
দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী ভেকি সেলে পাঁচ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। তাঁকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। ভেকি সেলে জানান, এই হত্যাকাণ্ডসহ সব মৃত্যুর তদন্ত করা হবে। তিনি জানান, জনগণের সম্পত্তি লুটপাট ও ক্ষতিগ্রস্ত করায় এখন পর্যন্ত ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেপটাউন সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধর্মঘট শহরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। বিশেষ করে যাতায়াত ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তবে শহরের মেয়র গর্ডন হিল লেভিস কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না উল্লেখ করে বলেন, ‘এই কেপটাউনে সহিংসতাকে কোনো ধরনের আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে সহ্য করা হবে না। আমরা স্যান্টাকোর প্রতি আহ্বান জানাব তাঁরা আবারও শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে ফিরে আসুক।
তবে স্যান্টাকো জানিয়েছে, তারা কোনো ধরনের সহিংসতার সঙ্গে যুক্ত নয়। যাঁরা সহিংসতা চালিয়েছেন, তাঁরা স্যান্টাকোর সদস্যও নন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গাজা সংকট নিয়ে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম এল-শেইখে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে ‘শান্তি শীর্ষ সম্মেলন’। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সেই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২৩ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তির পর গতকাল শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করতেই জনতা সমস্বরে দুয়োধ্বনি দিতে শুরু করে।
৪৩ মিনিট আগেকাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিনজন কর্মী মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। লোহিত সাগর উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র শারম এল-শেইখের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেমার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান গতকাল শনিবার জানিয়েছেন, তিনি গাজায় গিয়ে যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা ফিলিস্তিনি ভূখণ্ডে মোতায়েন হবে না। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে