Ajker Patrika

৯৪% আসন জিতে আবারও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

আপডেট : ১১ জুলাই ২০২১, ১০: ২৫
৯৪% আসন জিতে আবারও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী নেতা আবি আহমেদ। ৪৩৬ আসনের মধ্যে তাঁর দল ইথিওপিয়ান পিপলস রেভল্যুশনারী ডেমোক্রেটিক ফ্রন্ট ৪১০টিতে জয়লাভ করেছে। 

শনিবার দেশটির নির্বাচন বোর্ড বিলম্বিত নির্বাচনের এ ফল প্রকাশ করে। এর মধ্য দিয়ে আরও ৫ বছরের জন্য তাঁর প্রধানমন্ত্রী পদটি স্থায়ী হলো। এই নির্বাচনকে ‘ঐতিহাসিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ উল্লেখ করে টুইটারে বিবৃতি দিয়েছেন আবি আহমেদ। অক্টোবরে তাঁর নতুন সরকার গঠনের কথা রয়েছে। 

তবে নিরাপত্তাহীনতা এবং লজিস্টিকস সমস্যার কারণে দেশের ২০ শতাংশ নাগরিক এ নির্বাচনে ভোট দিতে পারেননি। যুদ্ধবিধ্বস্ত তিগ্রে অঞ্চলে নির্বাচন আয়োজন করা হয়নি। এই অঞ্চলে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতিতে বাস করছেন। দ্বন্দ্ব, দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোয় সেপ্টেম্বরে আরেক দফা নির্বাচন হওয়ার কথা থাকলেও তিগ্রের তারিখ নির্ধারণ করা হয়নি। এ ছাড়া মহামারিজনিত কারণে নির্বাচন বিলম্বিত হয়েছিল।

এ নির্বাচন নিয়ে ২০০টিরও বেশি অভিযোগ তুলেছেন আবি আহমেদের প্রতিদ্বন্দ্বী বারহানু নেগা। এর মধ্যে বেশির ভাগ অঞ্চলে তিনি পর্যবেক্ষক, স্থানীয় কর্মকর্তা ও মিলিশিয়াদের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। 

এ প্রসঙ্গে রাষ্ট্র-অনুমোদিত ইথিওপিয়ার মানবাধিকার কমিশন (ইএইচআরসি) বলেছে, ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে কোনো 'গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেখা যায়নি'। তবে কয়েকটি নির্বাচনী এলাকায় ‘অযথা গ্রেপ্তার', ভোটারদের ভয় দেখানো এবং পর্যবেক্ষক ও সাংবাদিকদের 'হয়রানি' করতে দেখা গেছে। ওরোমিয়ায় আঞ্চলিক ভোটগ্রহণের আগে কয়েক দিনে বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে।

২০১৮ সালে ক্ষমতায় আসার পর এই নির্বাচনটি ছিল আবির প্রথম নির্বাচনী পরীক্ষা। ১৯৯৯-২০০০ সালে সীমান্ত যুদ্ধের ফলে কয়েক হাজার মানুষ মারা যাওয়ার পরে তিনি ক্ষমতা গ্রহণ করে দুর্নীতি দমন করেন, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেন, বেশি নারী সদস্যদের মন্ত্রিসভায় নিয়োগ দেন এবং প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেন। 

আবি আহমেদ ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। তবে ঠিক এক বছর পরে তিনি নিজের দেশে একটি সামরিক অভিযান চালিয়েছেন। তিগ্রে সংঘাতে হাজার হাজার মানুষকে হত্যা, ব্যাপক ক্ষুধা ও দুর্ভিক্ষের খবর প্রকাশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত