Ajker Patrika

কেনিয়ার প্রতিরক্ষা প্রধান ও শীর্ষ সামরিক কর্তাদের নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

কেনিয়ার প্রতিরক্ষা প্রধান ও শীর্ষ সামরিক কর্তাদের নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

কেনিয়ার একটি সামরিক হেলিকপ্টার দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই খবর জানিয়েছে বিবিসি, এএফপিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম। 

কেনিয়ার একজন সিনিয়র পুলিশ অফিসার এএফপিকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং এতে জেনারেল ওগোল্লা সহ ১০ জনের বেশি সিনিয়র কমান্ডার ছিলেন। 

এ বিষয়ে বিবিসি জানিয়েছে, সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দেশটির নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। তাঁর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে অবস্থান করা সবাই ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে জেনারেল ফ্রান্সিস ওগোল্লা, রাষ্ট্রপতির প্রধান সামরিক উপদেষ্টাও ছিলেন। তবে বিবিসি এসব প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। 

খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার রিফট ভ্যালিতে নেমে এসেছিল এবং আগুনে ফেটে পড়েছিল। হেলিকপ্টারটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত তিনজন বেঁচে গেছেন বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে কেনিয়ার সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা কেনিয়ানদের শান্ত থাকার এবং এই সংকটময় সময়ে যে কোনো ধরনের জল্পনা এড়ানোর আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত বিবৃতি দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত