ঢাকা: অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে টুইটার ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশনার পরপরই দেশটির মোবাইল ফোন কোম্পানিগুলো ব্যবহারকারীদের টুইটারে প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবহারকরী ভিন্ন পন্থা অবলম্বন করে টুইটার ব্যবহার করছেন।
কেউ যদি অন্য কোনো পন্থায় টুইটার ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র।
এর আগে টুইটারের টার্ম অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর জেরেই নাইজেরিয়াতে টুইটার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার নাইজেরিয়ার সরকার জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে টুইটার সাময়িকভাবে বন্ধের পেছনে এটাই একমাত্র কারণ নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে বলেও দাবি করেছে দেশটির সরকার।
দেশটির দাবি, ‘নাইজেরিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ভুল তথ্য ও মিথ্যা সংবাদও ছড়াচ্ছে। যা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।’
এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচারমন্ত্রী আবুবকর মালামি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি টুইটার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিচারের আওতায় আনতে তিনি নির্দেশনা পেয়েছেন। এই নির্দেশনাটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এদিকে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।
ঢাকা: অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে টুইটার ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশনার পরপরই দেশটির মোবাইল ফোন কোম্পানিগুলো ব্যবহারকারীদের টুইটারে প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবহারকরী ভিন্ন পন্থা অবলম্বন করে টুইটার ব্যবহার করছেন।
কেউ যদি অন্য কোনো পন্থায় টুইটার ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র।
এর আগে টুইটারের টার্ম অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর জেরেই নাইজেরিয়াতে টুইটার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার নাইজেরিয়ার সরকার জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে টুইটার সাময়িকভাবে বন্ধের পেছনে এটাই একমাত্র কারণ নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে বলেও দাবি করেছে দেশটির সরকার।
দেশটির দাবি, ‘নাইজেরিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ভুল তথ্য ও মিথ্যা সংবাদও ছড়াচ্ছে। যা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।’
এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচারমন্ত্রী আবুবকর মালামি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি টুইটার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিচারের আওতায় আনতে তিনি নির্দেশনা পেয়েছেন। এই নির্দেশনাটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এদিকে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।
ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য দেশের নেতারা। গতকাল সোমবার মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে স্বাক্ষর করেন ট্রাম্প। এরপর মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রে
৪ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য নাইল’ দেওয়া হয়েছে। সোমবার মিসরের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নথিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিসর, কাতার ও তুরস্ক স্বাক্ষর করেছে। আজ সোমবার লোহিত সাগরের তীরবর্তী মিসরের শারম আল শেখে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নথি স্বাক্ষরের পর্বটি অন
৭ ঘণ্টা আগেইসরায়েলের তেল আবিবের কাছে আত্মহত্যা করেছেন ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা উৎসবে বেঁচে যাওয়া তরুণ রোই শালেভ। দুই বছর আগে ৩০ বছর বয়সী এই যুবকের সামনেই তাঁর প্রেমিকা মাপাল আদম এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিলি সলোমনকে হত্যা করেছিল হামাস যোদ্ধারা।
৭ ঘণ্টা আগে