ঢাকা: অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে টুইটার ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশনার পরপরই দেশটির মোবাইল ফোন কোম্পানিগুলো ব্যবহারকারীদের টুইটারে প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবহারকরী ভিন্ন পন্থা অবলম্বন করে টুইটার ব্যবহার করছেন।
কেউ যদি অন্য কোনো পন্থায় টুইটার ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র।
এর আগে টুইটারের টার্ম অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর জেরেই নাইজেরিয়াতে টুইটার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার নাইজেরিয়ার সরকার জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে টুইটার সাময়িকভাবে বন্ধের পেছনে এটাই একমাত্র কারণ নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে বলেও দাবি করেছে দেশটির সরকার।
দেশটির দাবি, ‘নাইজেরিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ভুল তথ্য ও মিথ্যা সংবাদও ছড়াচ্ছে। যা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।’
এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচারমন্ত্রী আবুবকর মালামি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি টুইটার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিচারের আওতায় আনতে তিনি নির্দেশনা পেয়েছেন। এই নির্দেশনাটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এদিকে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।
ঢাকা: অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে টুইটার ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশনার পরপরই দেশটির মোবাইল ফোন কোম্পানিগুলো ব্যবহারকারীদের টুইটারে প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবহারকরী ভিন্ন পন্থা অবলম্বন করে টুইটার ব্যবহার করছেন।
কেউ যদি অন্য কোনো পন্থায় টুইটার ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র।
এর আগে টুইটারের টার্ম অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর জেরেই নাইজেরিয়াতে টুইটার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার নাইজেরিয়ার সরকার জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে টুইটার সাময়িকভাবে বন্ধের পেছনে এটাই একমাত্র কারণ নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে বলেও দাবি করেছে দেশটির সরকার।
দেশটির দাবি, ‘নাইজেরিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ভুল তথ্য ও মিথ্যা সংবাদও ছড়াচ্ছে। যা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।’
এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচারমন্ত্রী আবুবকর মালামি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি টুইটার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিচারের আওতায় আনতে তিনি নির্দেশনা পেয়েছেন। এই নির্দেশনাটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এদিকে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।
ভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
৫ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
১৮ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
২২ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগে