Ajker Patrika

সোমালিয়ায় আল–শাবাবের হামলায় ১৮ বেসামরিক নিহত 

সোমালিয়ায় আল–শাবাবের হামলায় ১৮ বেসামরিক নিহত 

সোমালিয়ায় আল–শাবাব গেরিলাদের হামলায় ১৮ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁরা খাদ্য ভর্তি বেশ কয়েকটি ত্রাণের ট্রাক জ্বালিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে সোমালিয়ার মধ্যাঞ্চলের আধা–স্বায়ত্তশাসিত রাজ্য হারশাবেল্লের হিরান এলাকায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে—স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে আল–শাবাবের সশস্ত্র সদস্যরা হিরান এলাকায় হামলা চালায়। ট্রাকগুলো খাদ্য ও রসদ নিয়ে বালাদ্বিয়েনে শহর থেকে মাহাস নামক একটি শহরের দিকে যাচ্ছিল। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বৃদ্ধা ফারাহ আদেন বলেছেন, ‘বেশ কয়েকটি ট্রাক খাদ্য সহায়তা নিয়ে মাসাহের দিকে যাচ্ছিল। এমন সময় আল–শাবাবের যোদ্ধারা বহরটিতে হামলা চালায়। তাঁরা ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে পুড়িয়ে দেয়।’ দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সন্না এক প্রতিবেদনে জানিয়েছে, আল–শাবাবের যোদ্ধারা ট্রাকগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং বহরে থাকা অধিকাংশ লোককেই হত্যা করে।

 আদেন জানান, স্থানীয় সশস্ত্র বাসিন্দারা গত সপ্তাহে ওই এলাকা থেকে হামলাকারীদের ধাওয়া করেছিল কিন্তু সরকার তাদের ফিরে আসা আটকাতে সেখানে কোনো সেনা পাঠায়নি। তিনি বলেন, ‘আল-শাবাব এসব করেছে যেন, আমরা আত্মসমর্পণ করতে বাধ্য হই। কিন্তু যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল-শাবাবের কাছে আত্মসমর্পণ করব না। সরকারি বাহিনী এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত