Ajker Patrika

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ

দীর্ঘ সময় ধরে চলা নির্বাচনের পর গতকাল রোববার হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসান শেখ মোহামুদ। তিনি দেশটির একজন সাবেক নেতা। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হাসান শেখ মোহামুদ এর আগে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল রাজধানী মোগাদিসুতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৬ জন। মোট ৩২৮টি ভোটের মধ্যে ২১৪ ভোট পেয়েছেন হাসান শেখ মোহামুদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজো পেয়েছেন ১১০ ভোট। তিনজন সংসদ সদস্য ব্যালট পেপার নষ্ট করেছেন এবং একজন সংসদ সদস্য ভোট দেননি বলে জানা গেছে। 

অভ্যন্তরীণ কোন্দল ও নিরাপত্তা সমস্যার কারণে সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচন প্রায় ১৫ মাস বিলম্বিত হয়েছে। তিন দফা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গতকাল চূড়ান্তভাবে বিজয়ী হন হাসান শেখ মোহামুদ। তিনি আগামী চার বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। 

কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটের সময় নির্বাচনস্থলের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে পুলিশ জানিয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সোমালিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টকে খরা ও দুর্ভিক্ষ সামলাতে হবে। জাতিসংঘ জানিয়েছে, সোমালিয়ার ৩৫ লাখ মানুষ চরম দুর্ভিক্ষ ঝুঁকিতে রয়েছে। ইউক্রেন যুদ্ধর কারণে দেশটিতে খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ ছাড়া প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আল-শাবাবের কাছ থেকে সোমালিয়ার বেশির ভাগ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। আল-শাবাব ইসলামি চরমপন্থী গোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট একটি দল। তারা সোমালিয়ার বড় অংশে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। আল-শাবাব মাঝে মাঝেই মোগাদিসু ও অন্যান্য এলাকায় হামলা চালায়। 

সোমালিয়া সরাসরি নির্বাচন করতে না পারার অন্যতম কারণ হলো অস্থিরতা। আফ্রিকার এই দেশটিতে ১৯৬৯ সাল থেকে গণতান্ত্রিক নির্বাচন হয়নি। দেশটিতে স্বৈরশাসক, সেনাবাহিনী ও ইসলামি চরমপন্থী গোষ্ঠীরা পরস্পর সংঘাতে লিপ্ত। দীর্ঘদিন পর সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পরোক্ষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগের নির্বাচনগুলো প্রতিবেশী দেশ কেনিয়া এবং জিবুতে অনুষ্ঠিত হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত