Ajker Patrika

আল-জাজিরার ব্যুরোপ্রধানকে মুক্তি দিল সুদান

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ২০
আল-জাজিরার ব্যুরোপ্রধানকে মুক্তি দিল সুদান

সুদানের রাজধানী খার্তুমে গ্রেপ্তার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ব্যুরোপ্রধান এল মুসালামি এল কাব্বাশিকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাঁকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি সুদানের সেনাবাহিনী। 

আল-জাজিরা তাঁর গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানায়। আল-জাজিরা সাংবাদিকদের বিনা বাধায় কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। 

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুদানে সেনা অভ্যুত্থানের পর থেকে চলা বিক্ষোভে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া বিক্ষোভে এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষদের ওপর গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। 

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর দেশটির ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। তিনি প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত