বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে ইথিওপিয়ার বিতর্কিত জলবিদ্যুৎ বাঁধ গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসন্স ড্যাম। নীল নীলনদের ওপর নির্মিত এই বাঁধটি ৫ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে জানিয়েছে বাঁধ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইথিওপিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইটিভি জানাচ্ছে, নীল নীলনদের ওপর নির্মিতি বিতর্কিত ইথিওপিয়ার বাঁধটি রোববার প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ইথিওপিয়ার পশ্চিম বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে অবস্থিত ৪২০ কোটি ডলার খরচে নির্মিত বাঁধটির নির্মাণকাজ ২০১১ সালে শুরু হয়। নির্মাণকাজ শুরুর পর থেকেই ইথিওপিয়া, মিশর ও সুদান এর তীব্র বিরোধিতা করে আসছে। সুদান এবং মিশরে আশঙ্কা, প্রকল্পটি নীলনদে তাঁদের ভাগের পানির অংশ হ্রাস করতে পারে। তবে ইথিওপিয়ার জোর দাবি বাঁধটি তাঁদের উন্নয়নের চাবিকাঠি।
গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসন্স বাঁধটি (গার্ড) এখন পর্যন্ত আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। গার্ড ৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে এবং এটির নির্মাণকাজ সম্পন্ন হলে দেশটির বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হবে। ড্যামটির কাজ বর্তমানে প্রায় ৮৪ শতাংশ সম্পন্ন হয়েছে।
ইথিওপিয়ার সরকার জোর দিয়ে বলছে, এই বাঁধটি সম্পূর্ণরূপে চালু হলে খরা ও যুদ্ধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতি বদলে দেবে।
বাঁধ নির্মাণের ফলে ইথিওপিয়ার সঙ্গে মিশর ও সুদানের মতবিরোধ দেখা দিয়েছে। দেশ দুটির দাবি ইথিওপিয়া বাঁধ দিয়ে নীলনদের পানি সরিয়ে নিচ্ছে। নদের ভাটির দেশ মিশর তার সেচ ও পানীয় জলের জন্য প্রায় সম্পূর্ণরূপে নীলনদের ওপর নির্ভরশীল। তাঁদের উদ্বেগ, এই বাঁধ ইথিওপিয়ার পরের দেশগুলোতে পানি প্রবাহের স্তরকে প্রভাবিত করবে। তাই মিশরে নীলনদে নির্দিষ্ট পরিমাণ পানির প্রবাহের নিশ্চয়তা চায়।
বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে ইথিওপিয়ার বিতর্কিত জলবিদ্যুৎ বাঁধ গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসন্স ড্যাম। নীল নীলনদের ওপর নির্মিত এই বাঁধটি ৫ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে জানিয়েছে বাঁধ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইথিওপিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইটিভি জানাচ্ছে, নীল নীলনদের ওপর নির্মিতি বিতর্কিত ইথিওপিয়ার বাঁধটি রোববার প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ইথিওপিয়ার পশ্চিম বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে অবস্থিত ৪২০ কোটি ডলার খরচে নির্মিত বাঁধটির নির্মাণকাজ ২০১১ সালে শুরু হয়। নির্মাণকাজ শুরুর পর থেকেই ইথিওপিয়া, মিশর ও সুদান এর তীব্র বিরোধিতা করে আসছে। সুদান এবং মিশরে আশঙ্কা, প্রকল্পটি নীলনদে তাঁদের ভাগের পানির অংশ হ্রাস করতে পারে। তবে ইথিওপিয়ার জোর দাবি বাঁধটি তাঁদের উন্নয়নের চাবিকাঠি।
গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসন্স বাঁধটি (গার্ড) এখন পর্যন্ত আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। গার্ড ৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে এবং এটির নির্মাণকাজ সম্পন্ন হলে দেশটির বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হবে। ড্যামটির কাজ বর্তমানে প্রায় ৮৪ শতাংশ সম্পন্ন হয়েছে।
ইথিওপিয়ার সরকার জোর দিয়ে বলছে, এই বাঁধটি সম্পূর্ণরূপে চালু হলে খরা ও যুদ্ধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতি বদলে দেবে।
বাঁধ নির্মাণের ফলে ইথিওপিয়ার সঙ্গে মিশর ও সুদানের মতবিরোধ দেখা দিয়েছে। দেশ দুটির দাবি ইথিওপিয়া বাঁধ দিয়ে নীলনদের পানি সরিয়ে নিচ্ছে। নদের ভাটির দেশ মিশর তার সেচ ও পানীয় জলের জন্য প্রায় সম্পূর্ণরূপে নীলনদের ওপর নির্ভরশীল। তাঁদের উদ্বেগ, এই বাঁধ ইথিওপিয়ার পরের দেশগুলোতে পানি প্রবাহের স্তরকে প্রভাবিত করবে। তাই মিশরে নীলনদে নির্দিষ্ট পরিমাণ পানির প্রবাহের নিশ্চয়তা চায়।
নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পেহেলগাম হামলার জন্য ভারত ইসলামাবাদকে অভিযুক্ত করার পরই দুই দেশের মধ্যে এই সামরিক সংঘাতের সূত্রপাত হয়।
৪ মিনিট আগেঅভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক আগেই আফগান দাবা ফেডারেশনকে কার্যত অচল করে দিয়েছে। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর, ফেডারেশনের অনেক কর্মকর্তা দেশ ছেড়ে পালান, কারণ তাঁরা প্রাণহানির আশঙ্কায় ছিলেন। তাঁদের অনুপস্থিতিতে তালেবান নিজেদের লোকদের ফেডারেশনের দায়িত্বে বসায়।
২১ মিনিট আগেগতকাল সুইজারল্যান্ডের জেনেভায় শুল্ক ইস্যু নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও চীন। সেখানে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছায় দুপক্ষ। চুক্তি অনুযায়ী, ৯০ দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে, চীনও তাদের পাল্টা শুল্ক ১২৫ শতাংশ থেকে কম
৪০ মিনিট আগেসাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রক্রিয়া সম্পন্ন হতে মাসের পর মাস এমনকি বছরের পর বছর লেগে যায়, কিন্তু এই দলটির ক্ষেত্রে তা দ্রুত সম্পন্ন হয়েছে। সাধারণত এই প্রক্রিয়া জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের অধীনে সম্পন্ন হয়। তবে আফ্রিকানারদের ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখেনি বলে বিবিসিকে
২ ঘণ্টা আগে