Ajker Patrika

গাদ্দাফির ছেলে সাইফ জীবিত, লড়তে চান লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে

গাদ্দাফির ছেলে সাইফ জীবিত, লড়তে চান লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে

লিবিয়ার প্রয়াত একনায়ক মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম  জীবিত কি-না তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষ জানা গেল জীবিত রয়েছেন তিনি। লড়তে চান লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে সেই সাইফের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। 

কয়েক মাস আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে নাফুশ পার্বত্যাঞ্চলের জিনতান মালভূমি এলাকায় নিউইয়র্ক টাইমসকে সাক্ষাৎকার দেন সাইফ আল-ইসলাম। 

২০১১ সালে লিবিয়ার একটি মরুভূমি থেকে আটক করা হওয়াই সাইফকে। বাবার মৃত্যুর পর ২০১৫ সালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ২০১৭ সালে বিদ্রোহীদের কবল থেকে মুক্তি পাওয়ার পর সাইফকে আর জনসমক্ষে দেখা যায়নি। আন্তর্জাতিক অপরাধী আদালতেও (আইসিসি) যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সাইফ।

সাক্ষাৎকারে সাইফ আল-ইসলাম গাদ্দাফি জানিয়েছেন, তিনি এখন মুক্ত ও রাজনৈতিক ক্ষমতা ফিরে পেতে কাজ করছেন। এক দশক আগে যারা তাঁকে গ্রেপ্তার করেছিল তাঁরাই এখন তাঁর ভালো বন্ধু হয়ে গেছে। 

সাইফ বলেন, আমি দশ বছর ধরে লিবিয়ার জনগণ থেকে দূরে আছি। আপনাকে ধীরে ধীরে, ধীরে ধীরে ফিরে আসতে হবে। আপনাকে জনগণের মন নিয়ে একটু খেলতে হবে। জনগণই আমাদের আশ্রয়স্থল। তাঁরা না থাকলে আমরা মরে যেতাম।

২০১১ সালে দেশে দেশে আরব বসন্তের ঢেউয়ের সময় লিবিয়ার শাসক গাদ্দাফির বিরুদ্ধেও বিক্ষোভ শুরু হয়। ন্যাটো সমর্থিত বাহিনী লিবিয়ার দীর্ঘসময়ের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করে। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত