অনলাইন ডেস্ক
দারফুর অঞ্চলে সংঘটিত গণহত্যার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকার দেশ সুদান। দেশটির অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত দারফুরে আধা সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সুদানের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক আদালতে আমিরাতের বিরুদ্ধে এই মামলা করে। হেগে অবস্থিত এই আদালত সুদানের অভিযোগ শুনেছেন।
সুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছিল। সুদানের অভিযোগ, আরব আমিরাত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে। তবে আমিরাত বারবার অস্বীকার করলেও জাতিসংঘের বিশেষজ্ঞ ও মার্কিন আইনপ্রণেতাদের তদন্তে এই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনাগুলো বিস্তারিতভাবে নথিভুক্ত করেছে এবং তাদের কাছেও গণহত্যার প্রমাণ রয়েছে।
তবে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রিম কেতাইত এই মামলাকে ‘অভিনব ও ভিত্তিহীন প্রচারণা’ আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সুদান তাদের দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
আইসিজেতে কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে কয়েক বছর লাগে। তবে গণহত্যা বা এ–সংক্রান্ত কোনো গুরুতর অভিযোগের ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা যায়। সুদান আদালতকে এমনই জরুরি ব্যবস্থা নিতে বলেছে, যাতে বিবাদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা না বাড়ে।
এদিকে আরব আমিরাতের আইনজীবীরা আজই আদালতে তাঁদের পক্ষের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে। তাঁরা আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করবেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান গৃহযুদ্ধে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, এই সংঘাতে ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
দারফুর অঞ্চলে সংঘটিত গণহত্যার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকার দেশ সুদান। দেশটির অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত দারফুরে আধা সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সুদানের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক আদালতে আমিরাতের বিরুদ্ধে এই মামলা করে। হেগে অবস্থিত এই আদালত সুদানের অভিযোগ শুনেছেন।
সুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছিল। সুদানের অভিযোগ, আরব আমিরাত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে। তবে আমিরাত বারবার অস্বীকার করলেও জাতিসংঘের বিশেষজ্ঞ ও মার্কিন আইনপ্রণেতাদের তদন্তে এই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনাগুলো বিস্তারিতভাবে নথিভুক্ত করেছে এবং তাদের কাছেও গণহত্যার প্রমাণ রয়েছে।
তবে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রিম কেতাইত এই মামলাকে ‘অভিনব ও ভিত্তিহীন প্রচারণা’ আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সুদান তাদের দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
আইসিজেতে কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে কয়েক বছর লাগে। তবে গণহত্যা বা এ–সংক্রান্ত কোনো গুরুতর অভিযোগের ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা যায়। সুদান আদালতকে এমনই জরুরি ব্যবস্থা নিতে বলেছে, যাতে বিবাদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা না বাড়ে।
এদিকে আরব আমিরাতের আইনজীবীরা আজই আদালতে তাঁদের পক্ষের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে। তাঁরা আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করবেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান গৃহযুদ্ধে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, এই সংঘাতে ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়
১ ঘণ্টা আগেনেদারল্যান্ডসের রটারডামে একটি জাদুঘরে আমেরিকান শিল্পী মার্ক রথকোর আঁকা একটি চিত্রকর্ম নষ্ট করেছে এক শিশু। চিত্রকর্মটির বর্তমান মূল্য কয়েকটি কোটা পাউন্ড!
১ ঘণ্টা আগেবিভ্রাটের কারণে ব্যাপকভাবে বিঘ্নিত হয় জনজীবন। স্পেনের মাদ্রিদে শহরজুড়ে বিভিন্ন স্থানে প্রায় ২০০টি লিফট আটকে পড়ে। আটকে পড়াদের বেশির ভাগই শ্বাসকষ্ট এবং অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শহরজুড়ে প্রায় ১৬৭টি জরুরি সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। বিদ্যুৎ বিভ্রাটে
২ ঘণ্টা আগেকানাডার জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি ক্ষমতা ধরে রেখেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে দলটি। এ নিয়ে দলটি টানা চতুর্থবার জিতল। বিপরীতে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভর হার স্বীকার করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে