Ajker Patrika

মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক, মুক্তি দাবি জাতিসংঘের

আপডেট : ২৫ মে ২০২১, ১২: ৫৭
মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক, মুক্তি দাবি জাতিসংঘের

ঢাকা : পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় রদবদল করার পর সোমবার তাঁদের আটক করে দেশটির সামরিক বাহিনী। তাঁদের রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর হাতে বন্দী দেশটির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরের দ্রুত মুক্তি চেয়েছে জাতিসংঘ। দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন থেকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

গত বছরের আগস্টে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়। সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৮ মাস মেয়াদি অন্তর্বর্তী সরকার পরিচালনা করছিলেন প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর ফের সংকট শুরু হয়। যার পরিপ্রেক্ষিতে আটক করা হয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত