Ajker Patrika

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ১৩২

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ১৩২

ঢাকা: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৩২ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে দেশটির সরকার। খবর বিবিসির।

এক টুইট বার্তায় বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে বলেন, অপশক্তির বিরুদ্ধে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খুঁজছে বলে জানান তিনি।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের সদস্যদেশগুলোকে সন্ত্রাস দমনে সমর্থন দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, আক্রমণকারীরা শুক্রবার রাতভর নাইজারের সীমান্তবর্তী ইয়াগা প্রদেশের সোলহান গ্রামে হামলা চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে, তারা ঘরবাড়ি ও বাজারও পুড়িয়ে দেয়।

কোনো গোষ্ঠী এই হামলার দায় এখনো স্বীকার করেনি।

এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বুরকিনা ফাসো সরকার। গত মে মাসে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় হামলায় ৩০ জনের মৃত্যু হয়।

চলতি বছরের শুরু থেকেই পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা প্রবলভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ওই অঞ্চলের বুরকিনা ফাসো, মালি ও নাইজারে। অধিকাংশ সময় বেসামরিকরাই এসব হামলার শিকার হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স তাঁদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুই বছরের বেশি সময় ধরে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছেন ১১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত