ঢাকা: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৩২ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে দেশটির সরকার। খবর বিবিসির।
এক টুইট বার্তায় বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে বলেন, অপশক্তির বিরুদ্ধে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খুঁজছে বলে জানান তিনি।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের সদস্যদেশগুলোকে সন্ত্রাস দমনে সমর্থন দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, আক্রমণকারীরা শুক্রবার রাতভর নাইজারের সীমান্তবর্তী ইয়াগা প্রদেশের সোলহান গ্রামে হামলা চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে, তারা ঘরবাড়ি ও বাজারও পুড়িয়ে দেয়।
কোনো গোষ্ঠী এই হামলার দায় এখনো স্বীকার করেনি।
এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বুরকিনা ফাসো সরকার। গত মে মাসে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় হামলায় ৩০ জনের মৃত্যু হয়।
চলতি বছরের শুরু থেকেই পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা প্রবলভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ওই অঞ্চলের বুরকিনা ফাসো, মালি ও নাইজারে। অধিকাংশ সময় বেসামরিকরাই এসব হামলার শিকার হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স তাঁদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুই বছরের বেশি সময় ধরে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছেন ১১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
ঢাকা: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৩২ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে দেশটির সরকার। খবর বিবিসির।
এক টুইট বার্তায় বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে বলেন, অপশক্তির বিরুদ্ধে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খুঁজছে বলে জানান তিনি।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের সদস্যদেশগুলোকে সন্ত্রাস দমনে সমর্থন দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, আক্রমণকারীরা শুক্রবার রাতভর নাইজারের সীমান্তবর্তী ইয়াগা প্রদেশের সোলহান গ্রামে হামলা চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে, তারা ঘরবাড়ি ও বাজারও পুড়িয়ে দেয়।
কোনো গোষ্ঠী এই হামলার দায় এখনো স্বীকার করেনি।
এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বুরকিনা ফাসো সরকার। গত মে মাসে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় হামলায় ৩০ জনের মৃত্যু হয়।
চলতি বছরের শুরু থেকেই পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা প্রবলভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ওই অঞ্চলের বুরকিনা ফাসো, মালি ও নাইজারে। অধিকাংশ সময় বেসামরিকরাই এসব হামলার শিকার হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স তাঁদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুই বছরের বেশি সময় ধরে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছেন ১১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান মার্জোরি টেইলর গ্রিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর ডানপন্থী মিত্র। ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে একাধিকবার উল্লেখ করেছেন তিনি। রিপাবলিকান পার্টিতে ইসরায়েলের বর্বরতা নিয়ে সরব নেতাদের মধ্যে তিনি অন্যতম।
১১ মিনিট আগেশতদ্রু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় পাকিস্তানের পাঞ্জাবে বন্যার হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল শনিবার গণ্ডা সিং ওয়ালা এলাকায় নদীর পানি বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২৪ মিনিট আগেইসরায়েলি আগ্রাসনের মুখে ব্যাপকভাবে ধুঁকতে থাকা গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিশ্চিতে অঞ্চলটিতে জাতিসংঘের বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। স্থানীয় সময় গতকাল আইরিশ গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হয়।
২৫ মিনিট আগেবাতু গুহার সৌন্দর্য থেকে কুয়ালালামপুরের আকাশচুম্বী অট্টালিকা-মালয়েশিয়া সব সময়ই ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে। এখন দেশটির সরকার বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ যে কোনো দেশের নাগরিকই শর্তসাপেক্ষে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে